ইসলামী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ, ৫ দিনের আল্টিমেটাম

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সড়ে ১১টার দিকে ক্যাম্পাসের ডায়না চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা ৫দিনের সময়সীমা বেঁধে দেওয়ার ঘোষণা দেন।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে ও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান শিক্ষার্থীরা।

তারা বলেন, আগামী ১ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম চালু ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা। দাবি না মানা হলে তারা অনশনে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে উপাচার্য শেখ আবদুস সালাম বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তবে সরকারি নির্দেশের বাইরে গিয়ে আমাদের কিছু করার নেই।

গত সোমবার শিক্ষামন্ত্রী দিপু মণি ঘোষণা দেন, আগামী ১৭ মে সব বিশ্ববিদ্যালয়ের হল ও ২৪ মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে। তার আগে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। শুধু অনলাইন ক্লাস চালু থাকবে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: