রাস্তা থেকে তুলে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিকটিমের মামলা দায়েরের পর আজমাইন নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। একই মামলার অপর দুই আসামি পলাতক রয়েছেন।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া জানান, প্রাইভেট পড়তে যাওয়ার সময় ভিকটিম ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতেন গ্রেপ্তার আজমাইন। কিছুদিন আগে আজমাইনের বাবার কাছে এ নিয়ে অভিযোগ করেন ছাত্রীর বাবা। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে রাস্তা থেকে ওই ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে আজমাইন।
এ ঘটনায় ভিকটিম মামলা করেছেন। মামলার পর প্রধান আসামি আজমাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টাইমস/এসএন