সুবর্ণচরে যৌতুকের জন্য গৃহবধূকে শ্বাসরোধে হত্যা  

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে সাজেদা আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

বুধবার ভোররাতে উপজেলার চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা আলাউদ্দিন বাদী হয়ে বুধবার দুপুরে চরজব্বর থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিগত দেড় বছর আগে একই গ্রামের সিরাজুল মাওলার সাথে সাজেদা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর স্বামী বিদেশ চলে যায়। এরই মধ্যে তার পরিবারের লোকজন মেয়ের বাবার কাছ থেকে ১ লক্ষ টাকা যৌতুক দাবি করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তখন থেকেই সাজেদা বাবার বাড়িতেই অবস্থান করছিল। ১৫ দিন আগে স্বামী সিরাজুল মাওলা বিদেশ থেকে এসে স্ত্রীকে কৌশলে তাদের বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে বুধবার ভোর রাতে স্বামী ও শশুর ও শাশুড়ীসহ পরিবারের লোকজন গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে।

চরজব্বর থানার ওসি (তদন্ত) মো: ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তবে এখনো কেউ গ্রেফতার হয়নি।

 

টাইমস/এইচইউ

Share this news on: