নোয়াখালীতে সেনাবাহিনীর সহযোগিতায় খাল দখলমুক্ত অভিযান

সেনাবাহিনীর সহযোগিতায় খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে নোয়াখালীতে। জেলা শহরের জলাবদ্ধতা নিরসনে ছাগলমারা খালে উচ্ছেদ অভিযানে শুরু করা হয়েছে।

সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পারিচালিত হচ্ছে।

অভিযান চলাকালীন খালের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, বাড়ি-ঘর, কালভার্টসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। সেইসঙ্গে খালে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য খনন কাজ শুরু হয়েছে।

মাইজদী থেকে সোনাপুর পর্যন্ত খালের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খনন কাজ এগিয়ে নেয়া হবে। খালের ওপর বিভিন্ন সময় গড়ে ওঠা শক্ত কাঠামো অপসারণে সেনাবাহিনী তাদের প্রযুক্তি ও জনবল দিয়ে সহযোগিতা করছে বলে জানান নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাকারিয়া।

 

টাইমস/এসআই

 

Share this news on: