রাউজানে ১২ বসতঘরে আগুন

প্রতীকী ছবি
রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে চট্টগ্রামের রাউজানের আধারমানিক পূর্ব গুজরা এলাকায় পুড়েছে ১২টি বসতঘর। এতে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দীন জানান, পূর্ব গুজরা এলাকায় ভোর আড়াইটার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুইটি গাড়ি গিয়ে ভোর ৫টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ৪ জন মালিকের ১২টি বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
টাইমস/এসআই