‌‌‘৩০ ডিসেম্বর হবে খালেদা জিয়ার মুক্তির দিন’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে আওয়ামী লীগ সরকার সব রকমের অপকর্ম করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩০ ডিসেম্বর নির্ধারিত হবে খালেদা জিয়ার মুক্তি হবে কি না, গণতন্ত্র মুক্তি পাচ্ছে কি না। ওইদিন খালেদা জিয়াকে ভোটের মাধ্যমে মুক্ত করতে হবে।

বুধবার বিকেলে বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল ও কলেজ মাঠে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, তিনদিন পর জাতীয় সংসদ নির্বাচন। প্রিয় নেত্রী খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাবে কিনা এবং তারেক রহমান দেশে ফিরবে কিনা, গনতন্ত্র মুক্তি পাবে কিনা ওইদিন নির্ধারিত হবে। নির্বাচন শুধু দলের পরিবর্তন নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই সরকার জুলুমবাজ। তারা নির্বাচন বানচাল ও গনতন্ত্রকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।

মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়ার সঙ্গে এ এলাকার রক্তের সম্পর্ক। তাকে মুক্ত করতে হলে ধানের শীর্ষে ভোট দিয়ে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। জুলুমের পরিবর্তন আনতে হলে ধানের শীর্ষের বিকল্প নেই।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: