নয়াপল্টনে বিএনপির সমাবেশ শনিবার

বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়েছে দলটি। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারবে তারা।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, রাজধানীতে সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বরাবর চিঠি দিয়েছিলাম। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ডিএমপি’র পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকবেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। পরে ওই দণ্ড বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলে সাজার মেয়াদ ১০ বছর করেন উচ্চ আদালত। এখন পর্যন্ত খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৩টি মামলা চলছে।

 

টাইমস/এসএন

Share this news on: