দেশপ্রেমিক কৃষকরাই সবচেয়ে অবহেলিত: জিএম কাদের

‘দেশপ্রেমিক কৃষকরাই এখন সবচেয়ে অবহেলিত। মৌসুমে কৃষি শ্রমিকদের মজুরির চেয়ে ধানের দাম অনেক কম। সরকার কৃষকদের নামে ভর্তুকি দিলেও তা প্রকৃত কৃষকরা পায় না। এমনকি সরকারি ভর্তুকি চাইতে গেলে অনেক কৃষক রাজনৈতিক নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হন। এমন পরিস্থিতিতে অধিকার আদায়ে কৃষকদের ঐক্যবদ্ধ না হওয়ার বিকল্প নেই।’ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এসব কথা বলেছেন।

রাজধানীর হোটেল সেভেন্টি ওয়ান মিলনায়তনে জাতীয় কৃষক পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নব-গঠিত নির্বাহী কমিটির পরিচিতি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, জহিরুল ইসলাম জহির, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জাতীয় যুব সংহতির সম্পাদক ফকরুল আহসান শাহজাদা, জাতীয় কৃষক পার্টির উপদেষ্টা কামাল আহম্মেদ তালুকদার প্রমুখ

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: