বগুড়ায় বিএনপি কার্যালয়ে হাতাহাতি!

বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেয়ার সময় প্রটোকল নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হাতাহাতির ঘটনার খবর পাওয়া গেছে।

শনিবার দুপুরে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি জাহাঙ্গীর আলমের মধ্যে হাতাহাতি হয়েছে।

তবে ওই দুই নেতা হাতাহাতির কথা স্বীকার করেননি। তাদের মধ্যে শুধু বাগবিতণ্ডা হয়েছে বলে জানিয়েছেন।

জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের এক বছরপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলুকে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি জাহাঙ্গীর আলমের আগে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হয়।

জাহাঙ্গীর আলম তার বক্তব্যে স্বেচ্ছাসেবক দল নেতার সমালোচনা করেন। তখন দুই নেতার সমর্থকদের মাঝে উত্তেজনা দেখা দেয়।

এর জের ধরে সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের মধ্যে দুই নেতা ও তাদের সমর্থকদের মাঝে বাগবিতণ্ডা হয়। হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হলে সিনিয়র নেতারা তাদের শান্ত করেন।

এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু বলেন, সমাবেশ চলাকালে তিনি বক্তব্য দেয়ার ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনকে প্রটোকল ঠিক রাখতে অনুরোধ করেন। তখন ছাত্রদল নেতা জাহাঙ্গীর বিরূপ মন্তব্য করেন। পরে এ নিয়ে প্রতিবাদ করলে দুজনের মাঝে শ্রেফ বাগবিতণ্ডা হয়েছে, কোনো হাতাহাতি হয়নি।

কেন্দ্রীয় ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম বলেন, তিনি পিপলুর উল্টাপাল্টা কথার প্রতিবাদ করেছেন।

তবে জেলা ছাত্রদলের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, সমাবেশে বক্তব্য দেয়া নিয়ে দুজনের মাঝে শুধু বাগবিতণ্ডা নয়; হাতাহাতিও হয়েছে।

 

টাইমস/এক্স

Share this news on: