শাবিতে ছাত্রলীগ নেতার ওপর হামলা দু:খজনক: সভাপতি শোভন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইট দিয়ে এক ছাত্রলীগ নেতার মাথা থেঁতলে দিয়েছে প্রতিপক্ষের কর্মীরা। এ ঘটনাটি দু:খজনক বলে মন্তব্য করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

তিনি সাংবাদিকদের বলেন, ইট দিয়ে ছাত্রলীগ নেতার মাথা থেঁতলে দেয়ার ঘটনাটি খুবই দুঃখজনক। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শিগগিরই কেন্দ্রীয় ছাত্রলীগ শাবি ছাত্রলীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ছাত্র ও বিভাগের ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রাজিব সরকারের মাথা ইট দিয়ে থেঁতলে দিয়েছে প্রতিপক্ষের কর্মীরা। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ ঘটনা ঘটে। শাবি শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেনের অনুসারীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

আহত রাজীব বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দাঁড়িয়ে ছিলাম। এ সময় হুট করে পেছন থেকে ইংরেজি বিভাগের রিশাদ হাসান, লোক প্রশাসন বিভাগের সুমন মিয়া, সোহাগ ইসলাম, সজীব, আবদুল বারী, মাহবুব আল আমিনসহ আরও কয়েকজন আমাকে আঘাত করে। তারা ইট দিয়ে মাথায় আঘাত করার পাশাপাশি পিঠে রড দিয়ে আঘাত করে।

এ বিষয়ে শাবি ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ভূঁইয়া বলেন, হামলাকারীরা ছাত্রলীগের সাখাওয়াত হোসেনের অনুসারী, তারা আহত রাজিবকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত।

 

টাইমস/জিএস

Share this news on: