সরকারের পরিকল্পনার অভাবে মানুষের এত ভোগান্তি: ফখরুল

সারা দেশে ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ ও ভোগান্তির প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যোগাযোগ ব্যবস্থাপনায় পরিকল্পনার অভাবে ঘরমুখী মানুষের ভোগান্তির শেষ নেই। সরকার এখানেও ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাছাড়া ঈদের আগ মুহূর্তে সড়কে ‘চাঁদাবাজির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে গাড়ি চলাচলে এত ধীরগতি।

রোববার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিক এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের (ঢাকা উত্তর ও দক্ষিণ) উদাসীনতা রয়েছে। সরকারের উদাসীনতা ও জবাবদিহির অভাবে রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘মানবিক কারণেই তাকে মুক্তি দেয়া উচিত। কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য এ সরকার তাকে মুক্তি দিচ্ছে না।

তিনি বলেন, ‘সরকার এত বেশি অমানবিক, এত বেশি বেআইনি কাজ করছে যে ক্ষমতায় টিকে থাকতে সমস্ত অনৈতিক কাজ করছে।’

 

টাইমস/এসআই

 

Share this news on: