ঢাকাকে ১৩৭ রানের টার্গেট দিল রাজশাহী

বিপিএলের চলতি আসরে উড়ন্ত ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী কিংস। বাংলাদেশে প্রথমবারের মতো মায়ের নামে জার্সি গায়ে দিয়ে মাঠে নামবেন রাজশাহীর খেলোয়াড়েরা। তারা ম্যাচটা জিতে জয়টা মায়েদের উৎসর্গ করতে চান। সেই লক্ষ্যে ঢাকা ডায়নামাইটসকে ১৩৭ রানের টার্গেট দিয়েছে রাজশাহী কিংস।

বুধবার দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী কিংস অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে শুরুতেই ধাক্কা খায় রাজশাহী। ইনিংসের গোড়াতেই আন্দ্রে রাসেলের শিকার হয়ে ফেরেন মিরাজ।

দ্বিতীয় উইকেটে মার্শাল আইয়ূবকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠেন শাহরিয়ার নাফীস। হঠাৎ ছন্দ হারান শাহরিয়ার। ব্যক্তিগত ২৫ রানে সুনিল নারাইনকে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি। পরক্ষণেই এ মায়াবি স্পিনারের ঘূর্ণি জালে ধরা পড়েন তিনি। ফেরার আগে ৩১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৫ রানের নান্দনিক ইনিংস খেলেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার।

রাজশাহীকে টেনে তোলার চেষ্টা করেন জাকির হাসান ও রায়ান টেন ডেসকাট। আলিস-আল ইসলামের বলে ব্যক্তিগত ২০ রানে স্ট্যাম্পিং হয়ে ফেরেন জাকির। এরপর নারাইনের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফেরেন ডেসকাট (১৬)। অল্পক্ষণ পর সাকিব আল হাসানের বলে স্ট্যাম্পিং হয়ে বিদায় নেন সেকুগে প্রসন্না।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান তুলতে সক্ষম হয় রাজশাহী। ঢাকার হয়ে নারাইন নেন সর্বোচ্চ ৩ উইকেট। ১টি উইকেট পকেটে ভরেন রাসেল, সাকিব ও আলিস।

আরও পড়ুন...

মায়ের নামের জার্সি গায়ে ব্যাটিংয়ে রাজশাহী

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: