বৃষ্টির কারণে বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি শুরু হতে বিলম্ব হচ্ছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা) শুরুর কথা থাকলেও বৃষ্টি থাকায় তা শুরু হচ্ছে না।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় মাঠ পর্যবেক্ষণ করবেন ম্যাচ রেফারি। পর্যবেক্ষণের ফল ইতিবাচক হলেই টসের সময় ঘোষণা করা হবে।
আবহাওয়া রিপোর্টের খবর অনুযায়ী ব্রিস্টলে বৃষ্টি থাকার সম্ভাবনাই বেশি।
এদিকে এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দল নির্ধারিত সময়ে টিম হোটেল থেকেও বের হয়নি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৪০ মিনিট) হোটেল ছেড়ে মাঠে যাওয়ার কথা ছিল মাশরাফি-সাকিবদের।
টাইমস/এইচইউ