হবিগঞ্জের ‘বিথঙ্গল আখড়া’ : নয়া পর্যটনের হাতছানি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অবস্থিত প্রাচীনতম ঐহিত্যবাহী ‘বিথঙ্গল আখড়া’। যা বর্ষা মৌসুমে পর্যটকদের অন্যতম আকর্ষণ। ঐতিহাসিক এ নিদর্শনটি দেখতে হবিগঞ্জসহ সিলেট বিভাগের দূরদূরান্ত থেকে প্রতিনিয়তই লোকজন ছুটে আসছে। বর্ষা মৌসুমে আঁকাবাঁকা পথ বেয়ে নৌকায় চড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে করতে দর্শনার্থীরা পৌঁছে যায় বিথঙ্গল আখড়ায়। জরাজীর্ণ এ আখড়াটির ভবনগুলো সংস্কার করায় আবার তার পুরনো জৌলুস ফিরেছে। ফলে দর্শনার্থীরা আবার ভিড় জমাচ্ছেন বিথঙ্গল আখড়ায়।

জানা যায়, বানিয়াচং উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হাওর পাড়ে বিথঙ্গল গ্রামে এ প্রাচীন আখড়াটি অবস্থিত। যা বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্য অন্যতম তীর্থস্থান। এ আখড়ার প্রতিষ্ঠাতা রামকৃষ্ণ গোস্বামী। যিনি উপমহাদেশের বিভিন্ন তীর্থস্থান সফর শেষে ষোড়শ শতাব্দীতে আখড়াটি প্রতিষ্ঠা করেন। বিশাল এই আখড়ায় মোট কক্ষ রয়েছে ১২০টি। কক্ষগুলোতে ১২০ জন বৈষ্ণব থাকতেন। তবে বর্তমানে এখানে হাতে গুনা কয়েকজন বৈষ্ণব বসবাস করছেন।

জানা গেছে, এতদঞ্চলের অন্যতম তীর্থক্ষেত্র এ আখড়ার প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রামকৃষ্ণ গোস্বামী হবিগঞ্জের রিচি পরগনার অধিবাসী ছিলেন। বাংলা ১০৫৯ সনে রামকৃষ্ণ গোস্বামী দেহত্যাগ করেন। আখড়ায় রামকৃষ্ণ গোস্বামীর সমাধিস্থলের ওপর একটি সুদৃশ্য মঠ প্রতিষ্ঠিত হয়। মঠের সামনে একটি নাট মন্দির এবং পূর্ব পার্শ্ববর্তী একটি ভান্ডার ঘর এবং দক্ষিণে একটি ভোগ মন্দির রয়েছে। এছাড়া আরও কয়েকটি পুরাতন ইমারত রয়েছে।

এদিকে বর্ষা মৌসুমে নৌকা দিয়ে যাতায়াত ব্যবস্থা ভাল থাকায় বিথঙ্গল আখড়া এখন পর্যটকদের অনত্যম আকর্ষণ। প্রতিদিনই শহরতলীর কালারডুবা নৌকা ঘাট থেকে ডজনখানেক নৌকা ছেড়ে যাচ্ছে বিথঙ্গল আখড়ার উদ্যেশ্যে। আখড়ায় গিয়ে পর্যটকেরা প্রাচীন এ স্থাপনাটি ঘুরে দেখার পাশাপাশি বিশাল পুকুরে সাঁতার কেটে সময় পার করছেন। এছাড়াও আখড়ার মহন্তের কাছ থেকে অনেকেই আবার নানা রোগের সেবাও নিয়ে থাকেন।

পর্যটক তমাল দাস বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য হলেও এ আখড়াটি এখন পর্যটনের অন্যতম মাধ্যম হয়ে গেছে। ঐতিহাসিক এ আখড়াটি দেখতে প্রতিদিন শতশত নারী পুরুষ ও শিশু-কিশোররা এখানে আসছে। বর্ষা মৌসুমে প্রতিদিনই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে।

কলেজ ছাত্র ফরহাদ আহমেদ জানান, ভাটি এলাকা দিয়ে অথৈ জলরাশি দেখতে দেখতে আখড়া যাওয়া হয়। পথিমধ্যে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মন কেড়ে নেয়। এছাড়াও আখড়ার প্রাচীন বিল্ডিংয়ের কারুকার্যগুলো পর্যটকদের অন্যতম আকর্ষণ।

সুব্রত কুমার বৈষ্ণব জানান, প্রাচীনতম এ আখড়াটিতে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আসা যাওয়া করে। এখান থেকে নানান রোগের সেবাও নিয়ে থাকেন তারা। এছাড়াও বর্ষা মৌসুমে ভাটির এলাকার পর্যটনের অন্যতম স্থান এটি। তাই পর্যটকদের সুবিধার জন্য এখানে নানান ব্যবস্থা রয়েছে।

এ ব্যাপারে বিথঙ্গল আখড়ার সুকুমার দাস মন্ত্র গোস্বামী জানান, প্রায় ৫ শতাধিক বছরের পুরোনো এ নিদর্শনটি দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনের সমাগম ঘটে। এই আখড়াটি প্রাচীন ঐতিহ্য অনুযায়ী অধ্যবধি পর্যন্ত চলে আসছে। এছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিটি পূজাও এখানে অনুষ্ঠিত হয়।

 

টাইমস/এসএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন ৫ বছরের জন্য, কিন্তু গণভোট শত বছরের: প্রধান উপদেষ্টা Dec 10, 2025
img
মহান বিজয় দিবসে সাজা মওকুফ করে মুক্ত করা হবে ৫ বন্দিকে Dec 10, 2025
img
এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন Dec 10, 2025
img
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংলাপ শুরু Dec 10, 2025
img
প্রযুক্তির অপব্যবহারে ভিন্নমতকে আক্রমণসহ হেনস্তার প্রবণতা উদ্বেগজনক : ডা. শফিকুর রহমান Dec 10, 2025
img
বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ এড়িয়ে চলার আহ্বান ডিএমপির Dec 10, 2025
img
র‌্যাবের কাজের অগ্রগতি অনেক, নতুন অভিযোগ নেই : পররাষ্ট্র উপদেষ্টা Dec 10, 2025
img
সিইসির ভাষণ রেকর্ড বিকেল ৪টায় : ইসি সচিব Dec 10, 2025
প্রার্থনা করি খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে উঠেন: শেখ হাসিনা Dec 10, 2025
img
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৫৪তম শাহাদতবার্ষিকী আজ Dec 10, 2025
না চাইতেই কিছু পেলে কী করবেন Dec 10, 2025
img
এফডিসিতে আর শুটিং হবে না, গবেষণা হবে : তথ্য উপদেষ্টা Dec 10, 2025
img

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ

নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট রাষ্ট্রপতি, নির্বাচনে সহায়তার আশ্বাস Dec 10, 2025
img
নরসিংদীতে কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 10, 2025
img
তফসিল ঘোষণার সময় নিয়ে আলোচনা চলছে: ইসি সচিব Dec 10, 2025
img
মনি রত্নামের সিনেমাতে জুটি বাঁধবেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী Dec 10, 2025
img
ইউএনওদের হাতে ‘নতুন বাংলাদেশ’ জন্মলাভ করবে: প্রধান উপদেষ্টা Dec 10, 2025
img
অনেক জেনারেল আল্লাহকে না প্রধানমন্ত্রীকে প্রভু মেনেছেন: আযমী Dec 10, 2025
img
খালেদা জিয়া দলমত নির্বিশেষে সবার অভিভাবক : মির্জা আব্বাস Dec 10, 2025
img
আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা Dec 10, 2025