সময় যতো যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে বাড়ছে আগ্রহ। এবার আনুষ্ঠানিকভাবে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আজ বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, সবকিছু ঠিক থাকলে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
প্রাক্তন অধিনায়ক ও নির্বাচন নান্নু বলেন, ‘এটা চিন্তাভাবনা তো আগে থেকেই করে রেখেছিলাম। তো আমাদের এখন কিছু জিনিস আছে যে, সাবেক
অধিনায়কদের একটা বার আছে, ক্যাটাগরি সি। তো এই জায়গাটা এখনো জানি না কতটুকু কি হবে। তারপরও চিন্তাভাবনা পজিটিভ নিয়ে রেখেছি। আশা করছি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করব।’
তিনি আরও যোগ করেন, ‘আমি অনেকদিন ধরে বিসিবির সাথে সম্পৃক্ত আছি এবং এখানে কি কাজ করতে হবে, কোন কোন জায়গাটায় উন্নয়নের কাজ আছে, কোন জায়গাটায় আরও বেশি কাজ করতে হবে, এটা সবই জানা আছে আমার। তো এখানে সুযোগটা আসলে আরও বেশি সম্পৃক্ত হয়ে আরও বেশি কাজ করার সুযোগটা থাকবে। সেভাবে চিন্তাভাবনা করে এগোচ্ছি।’
নান্নুর পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, প্রশাসনিকভাবে যুক্ত থেকে দেশের ক্রিকেটে আরও বড় অবদান রাখতে চান তিনি। বর্তমানে বিসিবির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন নান্নু। এর আগে দীর্ঘদিন প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন, পাশাপাশি বয়সভিত্তিক ও হাই-পারফরম্যান্স দলের কোচ হিসেবেও ছিলেন।
সাধারণত বিসিবির ২৩টি পরিচালক পদ তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়। এর মধ্যে ‘সি’ ক্যাটাগরি থেকে সাবেক ক্রিকেটারসহ একজন পরিচালক নির্বাচিত হয়ে বোর্ডে প্রবেশ করেন। এই জায়গাতেই প্রতিদ্বন্দ্বিতা করবেন নান্নু।
এমকে/টিএ