বর্তমানে সেরা স্পিন অ্যাটাক আফগানিস্তানের, তা অনেকেই মনে করেন। চলমান ত্রিদেশীয় সিরিজেও আফগান স্পিনারদের ঘূর্ণিতে নাজেহাল অবস্থা পাকিস্তান ও আরব আমিরাতের। এশিয়া কাপে আফগানিস্তানের এই স্পিন অ্যাটাক সকল দলকে যে ভোগাবে তা বলার অপেক্ষা রাখে না।
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শেষে টাইগার অধিনায়ক লিটন দাসকে প্রশ্ন করা হয় আফগানদের স্পিনিং অ্যাটাক প্রসঙ্গে। আফগানদের স্পিন সামলাতে প্রস্তুত কিনা টাইগাররা। টাইগার অধিনায়ক জানিয়েছেন, চ্যালেঞ্জ না নেয়া পর্যন্ত তাদের স্পিন সম্পর্কে ধারণা পাওয়া কঠিন।
লিটন বলেন, ‘আসলে আপনি একটা ধারণাই নিতে পারবেন, চ্যালেঞ্জে না পড়া পর্যন্ত। আমরা আফগানিস্তানের সাথে সিরিজ খেলেছি অনেকগুলো। ম্যাক্সিমাম প্লেয়ার খেলে অভ্যস্ত, ২-১ জন বাদে। সবাই জানি আমরা তারা কেমন। আমরা চেষ্টা করব সেভাবেই খেলার। শুধু তাদের স্পিন আছে এমন না আমাদেরও মাথায় অপশন আছে ব্যাটার আছে পেস বোলিং আছে।’
এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসকে সিরিজ হারিয়ে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে সিরিজের তৃতীয় ম্যাচটি ভেসে যায়। ফলে সিরিজটি ২-০ ব্যবধানেই শেষ হয়।
আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। তবে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।
এসএস/এসএন