নেইমারের মন্তব্যের জবাব দিলেন আনচেলত্তি

২২ মাস পর জাতীয় দলে ফেরার প্রায় নিকটেই ছিলেন নেইমার জুনিয়র। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণার আগমুহূর্তে তিনি ইনজুরিতে পড়েন। ফলে ব্রাজিলের প্রাথমিক দলে থাকা নেইমারের জায়গা মেলেনি চূড়ান্ত স্কোয়াডে। যা নিয়ে সম্প্রতি তিনি জানান, ‘ইনজুরি নয়, তার বাদ পড়ার কারণ সম্পূর্ণ টেকনিক্যাল।’ যা নিয়ে কথা বলেছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি।

আগামীকাল (শুক্রবার) ভোরে বাছাইয়ের ম্যাচে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। তার আগে সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য ও ব্রাজিলের পাইপলাইনে থাকা ফুটবলারদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন কোচ আনচেলত্তি। ডাক পাওয়ার যোগ্য ৭০ জনের মধ্যে তিনি ২৫ জনকে দলে ডেকেছেন। শতভাগ ফিট থাকার পাশাপাশি টেকনিক্যাল সব শর্ত পূরণ করলেই একজন খেলোয়াড় ডাক পান বলেও স্মরণ করিয়ে দেন সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচ।



আনচেলত্তি বলেন, ‘আমার কথা স্পষ্ট, প্রাধান্য পাবে খেলোয়াড়ের মান ও দক্ষতা। এরপর তার শতভাগ ফিটনেস। সেই ফিটনেস কেবল ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য নয়, পুরো দলের কাজে লাগতে হবে। আমি কখনও কম মানসম্পন্ন খেলোয়াড়কে ডাকি, কারণ দলের জন্য সে অধিক কার্যকর হতে পারে।’ এর আগে সাম্প্রতিক সময়ে চোটে পড়ায় নেইমারকে বাদ দেওয়ার কথা জানিয়েছিলেন ব্রাজিল কোচ। সেই প্রসঙ্গই উঠল আবারও।

জবাবে ইতালিয়ান এই কিংবদন্তি কোচ বলেন, ‘টেকনিক্যাল সিদ্ধান্ত অনেক বিষয়ের ওপর নির্ভর করে নেওয়া হয়। খেলোয়াড়রা কী করছে, আগে কী করেছে এবং এখন কোন সমস্যা মোকাবিলা করছে। শারিরীকভাবে ঠিক থাকার শর্তটি নির্বাচক কমিটি খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করে। আমি আগেও বলেছি- কেউ টেকনিক্যাল পর্যায়ে নেইমারকে নিয়ে আলোচনার সুযোগ নেই। আমরা প্রতিটি ম্যাচে শারিরীক অবস্থা দেখি, শুধুমাত্র সে নয়, মূল্যায়নে থাকা প্রতিটি খেলোয়াড়ের ক্ষেত্রেই তা প্রযোজ্য। এই দলে অনেক প্রতিযোগিতা। বিশ্বকাপে খেলার মতো এখানে ৭০ খেলোয়াড় আছে।’



জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়ার পর গত ১ সেপ্টেম্বর ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। গোলশূন্য ড্র হওয়া ম্যাচের পুরো ৯০ মিনিট খেলার তিনি বলেন, ‘অ্যাডাক্টরে কিছুটা ফোলা আর অস্বস্তি ছিল। তবে সেটা গুরুতর কিছু নয়, যার প্রমাণ হলো আজ আমি খেলেছি। (জাতীয় দলে) আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি। আমি যেহেতু এখন দলে নেই, এখন বাইরে বসে দলকে সমর্থন করতে হবে।’

নেইমারের জায়গায় ব্রাজিলের আসন্ন ম্যাচে জোয়াও পেদ্রো খেলবেন বলে জানিয়েছেন আনচেলত্তি, ‘গতিসম্পন্ন, আক্রমণাত্মক ও শক্তিশালী খেলোয়াড় আধুনিক ফুটবল প্রায় হারাতে বসেছে। এস্তেভাও ঠিক সে ধরনের দক্ষতাসম্পন্ন খেলোয়াড়, একইভাবে রাফিনিয়া-ভিনি-মার্টিনেল্লির কথাও বলা যায়। আধুনিক ফুটবল এটাই চায়। জোয়াও পেদ্রো ১০ নম্বর পজিশন বা সেন্টার ফরোয়ার্ডে খেলবে। তার পেছনে কারা থাকবে সেটা ভাবতে হবে, আমার মনে হয় এস্তেভাও-রাফিনিয়া থাকতে পারে।’

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের ঘোষণায় আজহারী নিন্দা Sep 04, 2025
img
ইনজুরিতে প্রোটিয়া তারকা, ছিটকে গেলেন ইংল্যান্ড সিরিজ থেকে Sep 04, 2025
img
ইংল্যান্ডের প্রথম মুসলিম ফুটবলার হিসেবে ইতিহাস গড়ার পথে স্পেন্স Sep 04, 2025
img
জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ Sep 04, 2025
img
ক্রিকেটকে বিদায় জানালেন, আইপিএলে তিন হ্যাটট্রিকের মালিক Sep 04, 2025
img

প্রেসক্লাবে শামসুজ্জামান দুদু

নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র তার উদ্যোক্তা আওয়ামী লীগ Sep 04, 2025
img
মিথ্যা হলফনামা দিয়ে পূর্বাচলে প্লট বরাদ্দ নেন শেখ রেহানা Sep 04, 2025
img
বেঙ্গালুরুর ঘটনায় অবশেষে মুখ খুললেন কোহলি Sep 04, 2025
img
ডাকসু নিয়ে ষড়যন্ত্র করলে পরিণতি হাসিনার থেকেও খারাপ হবে : সাদিক কায়েম Sep 04, 2025
img
যারা নির্বাচনে আসতে চায় না তারা হাসিনার সুরেই কথা বলছে : আমীর খসরু Sep 04, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত Sep 04, 2025
img
সরকারের ভেতরে আরেকটা সরকার আছে : নিলোফার মনি Sep 04, 2025
img
ক্রুষ্ণার সঙ্গে অভিমান করে কিকু সত্যিই কি ছেড়ে দিচ্ছেন কপিলের শো! Sep 04, 2025
img

প্লট বরাদ্দে দুর্নীতি

শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে পৃথক তিন মামলায় ৫ জনের সাক্ষ্যগ্রহণ Sep 04, 2025
img
চবি আবার উত্তাল, প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি শিক্ষার্থীদের Sep 04, 2025
img
মুক্তি পেয়েছে আফরান নিশোর ওয়েব সিরিজ ‘আকা’ Sep 04, 2025
img
১০১ কোটিতে ৬০টি পাজেরো কেনার প্রস্তাব, অর্থ উপদেষ্টাকে নিয়ে মুখ খুললেন তাজনুভা Sep 04, 2025
img
জাপাকে নিয়ে বর্তমানে খাজুরে আলাপ হচ্ছে : রনি Sep 04, 2025
img
আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচের আগে কাঁদলেন কোচ স্ক্যালোনি Sep 04, 2025
img
দুর্নীতি দমনেই গণতন্ত্র পুনর্গঠন সম্ভব : টিআই চেয়ারপারসন Sep 04, 2025