ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, বাংলাদেশে মোট মামলার ৮০ শতাংশই ভূমি সংক্রান্ত বিরোধের কারণে হয়ে থাকে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এক লার্নিং সেশনে তিনি এই তথ্য জানান।
সিনিয়র সচিব বলেন, "বাংলাদেশে জমি নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয় অজ্ঞতা আর অসচেতনতার কারণে।" ভূমির মালিকানা, দখল, হস্তান্তর বা অন্য কোনো বিরোধ দেখা দিলে তা আদালতে মামলা হিসেবে দায়ের করা হয়, যা দেওয়ানি বা ফৌজদারি প্রকৃতির হতে পারে।
তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের অধীন কর্মরত সবাইকে ভূমি আইন জানা অত্যন্ত জরুরি। এর কারণ হলো, ভূমি আইন সম্পত্তির অধিকার সুরক্ষিত করে, জালিয়াতি ও দখল প্রতিরোধে সাহায্য করে, এবং ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে। এছাড়া, এটি নাগরিকদের সরকারি ক্ষতিপূরণ ও পুনর্বাসনের মতো সুবিধা পেতেও সহায়তা করে।
এএসএম সালেহ আহমেদ আরও বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা এবং অপরিকল্পিত নগরায়নের ফলে কৃষি জমি, বনভূমি, পাহাড় ও জলাশয় বিনষ্ট হচ্ছে। এতে খাদ্যশস্য উৎপাদন কমছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, ভূমি সংক্রান্ত অপরাধ, অবৈধ দখল এবং জমির অবৈধ শ্রেণি পরিবর্তন রোধ করার লক্ষ্যে বিভিন্ন আইন প্রণীত হয়েছে। এই আইনগুলো বৈধ মালিকানা নিশ্চিত করতেও সহায়তা করে।
ইএ/টিকে