ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের লিফলেটসহ বিভিন্ন প্রচারণা সামগ্রী রাখার জন্য ডাকসু ভবনে অবস্থিত কলা ভবন ক্যাফেটেরিয়াকে ব্যবহার করছে ছাত্রদল সমর্থিত প্যানেল।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ক্যাফেটেরিয়ার শিক্ষক ও কর্মকর্তাদের আহারকক্ষে ছাত্রদলের প্যানেলের এ সব সামগ্রীর স্তুপ দেখা যায়। এ ছাড়া লিফ্লেটগুলো কক্ষের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।
কলা ভবন ক্যাফেটেরিয়ায় দায়িত্বরত এক কর্মকর্তা জানান, ছাত্রদলের প্যানেলের লোকজন প্রার্থীতা ঘোষণার পর থেকেই এ কক্ষটি ব্যবহার করছেন। সকাল বিকাল তারা এখানে এসে বসেন। তবে অন্য কেউ চাইলেও এখানে বসতে পারে।
একটি দলের প্রচারণা সামগ্রী এভাবে স্তুপ করে ক্যাফেটেরিয়ার এ কক্ষ ব্যবহারের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি জানতাম তারা কেবল এখানে এসে বসে। এ সামগ্রীগুলো কখন রেখেছে খেয়াল করিনি।
ডাকসু ভবনের এ কক্ষগুলোর পরিচালনায় রয়েছে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ফারজানা বাসার। এ বিষয়ে তিনি বলেন, ছাত্রদলের ছেলেরা আমাকে বলেছে তারা এখানে বসতে চান, আমি না করিনি। কারণ এখানে সবাইই বসে। এর জন্য কোনো চিঠি প্রদান বা আনুষ্ঠানিক কিছু হয়নি৷
নির্বাচনী সামগ্রী রাখার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আমি জানি না। তারা আমাকে এ নিয়ে কিছু বলেনি।
ডাকসু ভবনে অবস্থিত একটি কক্ষ নির্দিষ্ট একটি দল ব্যবহার করছে এ নিয়ে বিতর্ক তৈরি হতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তিনি বিষয়টি দেখবেন।
ইউটি/টিএ