মার্কিন প্রতিরক্ষা বিভাগের নাম পাল্টে দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে ‘ডিপার্টমেন্ট অব ডিফেন্স’ থেকে নাম পরিবর্তন করে ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ রাখা হচ্ছে। এতে বিভাগটির ভাবমূর্তি আরো শক্তিশালী হবে বলে দাবি করেছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউজের নথিতে জানানো হয়েছে, মার্কিন প্রতিরক্ষা বিভাগে নাম আইন দিয়ে নির্ধারিত থাকলেও একটি নির্বাহী আদেশের মাধ্যমে নাম পরিবর্তন করছেন ট্রাম্প।
কর্মকর্তারা একে ‘দ্বিতীয় শিরোনাম’ হিসেবে বিবেচনা করছেন। এতে আরো বলা হয়েছে, সরকারি চিঠিপত্র, জনসাধারণের যোগাযোগ, আনুষ্ঠানিক প্রেক্ষাপট এবং নির্বাহী শাখার মধ্যে অ-বিধিবদ্ধ নথিতে ‘সেক্রেটারি অব ওয়ার’-এর মতো উপাধি ব্যবহার করতে প্রতিরক্ষা কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়েছে।
নির্বাহী আদেশটি তিনি কখন স্বাক্ষর করবেন তা জানা যায়নি। তবে তার শুক্রবারের কর্মসূচিতে বলা হয়েছে তিনি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন এবং একটি ওভাল অফিস থেকে একটি ঘোষণা দিবেন। এর আগে গতমাসে তিন বলেছিলেন প্রতিরক্ষা বিভাগের নাম বেশি ‘প্রতিরক্ষামূলক’।
এসএস/এসএন