কোলউডের জনপ্রিয় নায়ক সূরিয়া বর্তমানে একের পর এক চমকপ্রদ প্রজেক্টে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে তার নতুন ছবি ‘সূরিয়া ৪৭’। ‘আভেশম’ খ্যাত পরিচালক জিথু মাধবানের এই প্রজেক্ট নিয়ে ইতিমধ্যেই দর্শক মহলে আগ্রহ তুঙ্গে। শোনা যাচ্ছে, ছবিটিতে নায়িকার চরিত্রে থাকতে পারেন নাজরিয়া নাজিম।
যদি এই জুটি চূড়ান্ত হয়, তবে এটি হবে সূরিয়া ও নাজরিয়ার একেবারে নতুন জুটি। নাজরিয়া এর আগে একাধিক স্মরণীয় অভিনয়ে দর্শকের মন জয় করেছেন। তাই তার উপস্থিতি ছবিটিতে এক ভিন্ন আবেদন যোগ করবে বলেই আশা করা হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভক্তরা অপেক্ষায় আছেন কবে নির্মাতারা নিশ্চিত করবেন এই খবর।
এদিকে সূরিয়া বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘বিশ্বনাথন অ্যান্ড সন্স’ ছবির কাজ শেষ করতে। ভেঙ্কি আটলুরি পরিচালিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন মামিথা বাজিউ। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রাভিনা টন্ডন, শরৎকুমার এবং অনিল কাপুর।
শুধু তাই নয়, সূরিয়ার আরেকটি ছবি ‘করুপ্তু’ এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। আরজে বালাজি পরিচালিত এই ছবিও মুক্তির অপেক্ষায়। ফলে একের পর এক ছবির ব্যস্ততায় সূরিয়ার ক্যালেন্ডার পূর্ণ হয়ে আছে। ভক্তদের জন্য তাই অপেক্ষা শুধু বড় পর্দায় নতুন সব চমক দেখার।
এমকে/এসএন