বলিউডের বহুমুখী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর আজ (৫ সেপ্টেম্বর ২০২৫) ৪৯তম জন্মদিন। ‘গ্যাংস অব ওয়াসেপুর’ থেকে শুরু করে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’— প্রতিটি চরিত্রেই তিনি দর্শকের মনে আলাদা ছাপ ফেলেছেন। তবে তার অভিনয়জীবনের অনেক উজ্জ্বল কাজ আজও আড়ালেই থেকে গেছে। জন্মদিনে ফিরে দেখা যাক এমন পাঁচটি রত্ন, যা তার অভিনয়-পরিসরের সত্যিকারের শক্তি প্রকাশ করে—
মাসান (২০১৫) - সাধ্যা জি
স্বল্প সময়ের উপস্থিতি হলেও সহমর্মিতা ও উষ্ণতায় ভরপুর চরিত্রটি হৃদয়ে দাগ কেটে যায়।
নিউটন (২০১৭) - আত্মা সিং
বুদ্ধিদীপ্ত রসিকতা আর ব্যঙ্গাত্মক সংলাপে রাজনৈতিক কাহিনিকে দিয়েছেন তীক্ষ্ণতা।
নিল বাটে সানাটা (২০১৫) - প্রিন্সিপাল শ্রীবাস্তব
হাস্যরসের সঙ্গে এক caring প্রিন্সিপাল, যিনি গল্পে এনেছিলেন আবেগের আলাদা ছোঁয়া।
গুরগাঁও (২০১৭) - কেহরি সিং
এক নির্মম রিয়েল এস্টেট ব্যবসায়ীর চরিত্রে পঙ্কজকে দেখেছি ভয়ঙ্কর তীব্রতায়।
কালা (২০১৮) - পঙ্কজ পাতিল
তামিল সিনেমায় অভিষেকেই রজনীকান্তের বিপরীতে দুর্নীতিগ্রস্ত কিন্তু বহুমাত্রিক পুলিশ অফিসার - একটি অনন্য উপস্থিতি।
এই চরিত্রগুলো যদিও বড় পরিসরে আলোচনায় আসেনি, তবুও তারা প্রমাণ করে কেন পঙ্কজ ত্রিপাঠী আজকের ভারতীয় সিনেমায় বহুমুখী অভিনয়ের সবচেয়ে উজ্জ্বল নাম।
শুভ জন্মদিন সেই মানুষটিকে, যিনি ছোট বা বড় - যেকোনো চরিত্রেই নিজেকে অনন্য করে তোলেন।
এমকে/এসএন