এবারের লালবাগ গণেশপুজোয় সশরীরে হাজির না হলেও চাঁদা পাঠিয়ে বিতর্কে পড়লেন অমিতাভ বচ্চন। বছরখানেক আগে পর্যন্ত লালবাগচা রাজার পুজোয় পরিবারসহ উপস্থিত থাকতেন শাহেনশা। তবে চলতি বছর বার্ধক্যজনিত কারণে নিজে যাওয়া হয়নি। এর বিপরীতে তিনি ১১ লক্ষ টাকা চাঁদা পাঠিয়ে গণপতি আরাধনায় অংশগ্রহণের প্রচেষ্টা করেছেন।
বিগ বি’র এই করণীয় খবর নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। একাংশ নেটিজেন মন্তব্য করেছেন, কেন লালবাগের পুজো কমিটিকে চাঁদা দিয়েছেন, কিন্তু বানভাসি পাঞ্জাবের বিপর্যস্ত মানুষের জন্য কিছু করেননি। কেউ বলছেন, “পাঞ্জাবের কয়েকটি পরিবারকে সাহায্য করতেন, অন্তত গণপতির সেবা হত।” পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে পাঞ্জাবের ভয়াবহ বন্যার কারণে। কয়েকদিন ধরে লাগাতার ভারী বর্ষণে রাজ্যের বিস্তীর্ণ এলাকা জলের নিচে তলিয়ে গেছে, মৃত্যু বাড়ছে, এবং পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে সরকার।
লালবাগের পুজোর জন্য ১১ লক্ষ টাকা চাঁদা দেওয়ার বিষয়টিকে অনেকে ভালোভাবে নেননি, বিশেষ করে যখন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন ছিল। নেটমাধ্যমে এই সমালোচনার ছড়াছড়ি চলছে।
এমকে/এসএন