পদত্যাগ করেছেন ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। কর কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর শুক্রবার (৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। তার চলে যাওয়া ক্রমশ অজনপ্রিয় হতে থাকা লেবার নেতা ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য আরেক মাথাব্যথা বলে মনে করা হচ্ছে। খবর সিএনএনের।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পর ব্রিটেনে রেইনারকেই সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ বলে মনে করা হচ্ছিল। কিন্তু ‘রেইনার প্রপার্টি স্ক্যান্ডাল’ মিডিয়া তোলপাড় করার পর শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হলেন রেইনার।
শুক্রবার প্রধানমন্ত্রী স্টারমারকে লেখা এক চিঠিতে রেইনার জানান, তিনি ব্রিটেনের উপ-প্রধানমন্ত্রী এবং গৃহায়নমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন, পাশাপাশি লেবার পার্টির উপ-নেতার পদ থেকেও।
এমআর/টিকে