ড. ইউনূসের কার্যকাল আর কতদিন, প্রশ্ন তুললেন গোলাম মাওলা রনির

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ড. ইউনূসের যেভাবে হঠাৎ করে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আগমন ঘটেছে, তা দেশের মানুষের কাছে একরকম বিস্ময়কর ছিল। মানুষ তার প্রতি সহানুভূতিশীল ছিল, তার প্রতি মানুষের স্বাভাবিক করুণা ছিল। কিন্তু কেউ কল্পনাও করেনি, এমনকি ড. ইউনুস নিজেও নয়, যে তিনি একসময় প্রধানমন্ত্রীর বাসভবনে বসে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন বা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন।

গোলাম মাওলা প্রশ্ন তোলেন, ড. ইউনূসের কার্যকাল আসলে কতদিন? তিনি কি আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটি পর্যন্ত দায়িত্বে থাকবেন? নাকি ডিসেম্বরের মধ্যেই তার বিদায় ঘটবে? কারণ, সংবিধানে যদি সংশোধন হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে, বা যদি আদালতের রায়ের মাধ্যমে তা বাস্তবায়ন হয়, তাহলে হয়তো বর্তমান প্রধান বিচারপতিকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হতে পারে।

সেই ক্ষেত্রে ড. ইউনূসের বিদায় অবধারিত হবে। তিনি আরো বলেন, বিষয়টি এতটাই অনিশ্চিত যে ‘ডিসেম্বর তো অনেক দেরি’, এর আগেই সেপ্টেম্বর বা অক্টোবরেই ড. ইউনূস স্বেচ্ছায়, চাপের মুখে বা অন্য কোনোভাবে দায়িত্ব ছাড়তে পারেন।

গোলাম মাওলা আরো বলেন, নির্বাচন শেষে তাকে কি তার পুরোনো পেশায় ফিরিয়ে দেওয়া হবে, নাকি তাকে রাষ্ট্রীয় কৃতজ্ঞতা হিসেবে ‘বিশেষ দূত’, ‘এনভয় এমিরেটাস’ বা প্রেসিডেন্টের মর্যাদায় কোনো সম্মানজনক পদে আসীন করা হবে?

তিনি বলেন, বাংলাদেশে যেহেতু এখন অনেক অসম্ভব জিনিসও বাস্তবে ঘটছে, তাই এটিও অস্বাভাবিক নয়। বর্তমান রাজনীতিতে বড় প্রশ্ন হলো, বাংলাদেশ কি গণতান্ত্রিক একটি ভবিষ্যতের দিকে এগোচ্ছে? রনি বিশ্লেষণ করেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ এবং অন্যান্য ১৪ দলের সম্মিলিত ভোটার সংখ্যা প্রায় ৫০%।

এখন এক ধরনের ভাবনা দেখা দিয়েছে, এই ৫০% মানুষকে একেবারে রাজনীতি থেকে ‘মাইনাস’ করে ফেলতে হবে। তাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে, কিন্তু তারা আর ভোট দিতে পারবে না। যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তারা যদি তওবা কমিশনে গিয়ে স্বীকার করেন যে তারা আর কখনো 'জয় বাংলা' বা 'জয় বঙ্গবন্ধু' বলবেন না, তাহলে হয়তো তাদেরকে আবার প্রথম শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করা হবে। রনি বলেন, এসব কথা আপাতদৃষ্টিতে কল্পনাপ্রসূত মনে হলেও, বাংলাদেশে অসম্ভব অনেক ঘটনাই ঘটে গেছে।

তাই এগুলোকেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

তিনি বলেন, ড. ইউনূসের হঠাৎ রাষ্ট্র পরিচালনায় যুক্ত হওয়া তার নিজের জীবনেও অপ্রত্যাশিত এক বাঁক। তিনি রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত ছিলেন না, তার নেই যথাযথ রাজনৈতিক অভিজ্ঞতা বা প্রশাসনিক দক্ষতা। ফলে বর্তমানে যেসব জটিল রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হচ্ছে, সেগুলোতে তিনি বেশ চাপের মধ্যে আছেন। রনি বলেন, রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে মূলত তিনটি দলের; আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির।

গোলাম মাওলা বলেন, বাংলাদেশের অবস্থা এখন এমন এক নৌকার মতো, যার মাঝি কোনোদিন নৌকা চালায়নি, যাত্রীরাও কেউ কখনো নৌকায় চড়েনি, এমনকি সাতারও জানে না। এখন সেই নৌকার তলদেশে ফুটো হয়ে গেছে, পানি ঢুকছে। মাঝি-যাত্রী সবাই দিশেহারা, অথচ সাগর পাড়ি দিতে হবে। এই হলো আজকের বাংলাদেশের রাজনীতির বাস্তব রূপ।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
কোনো ঘটনাকেই তুচ্ছ বিবেচনা করার সুযোগ নেই : র‌্যাব Dec 11, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ক্লাব ব্রুজকে ৩-০ গোলে হারিয়ে আর্সেনালের ছয়ে ছয় Dec 11, 2025
img
২৬ টন পলিথিন জব্দ, ৩ জনকে কারাদণ্ড Dec 11, 2025
img
ইমরান খান ও পিটিআই নিষিদ্ধের প্রস্তাব পাঞ্জাবের প্রাদেশিক আইনসভায় পাস Dec 11, 2025
img
স্পেনকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল জার্মানি Dec 11, 2025
img
১৫ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি শিশু সাজিদ Dec 11, 2025
img
বিকেএসপির ৫০ কিংবদন্তি খেলোয়াড়ের চূড়ান্ত তালিকা প্রকাশ Dec 11, 2025
img
বিপিএল খেলতে ৯ ক্রিকেটারকে ছাড়পত্র দিল পিসিবি Dec 11, 2025
img
মহান বিজয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার Dec 11, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারাল ম্যানসিটি Dec 11, 2025
img
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে ধরে রাখতে আত্মবিশ্বাসী সান্তোস Dec 11, 2025
img
নোয়াখালী শিবিরে যোগ দিলেন পেসার ইবরার আহমেদ Dec 11, 2025
img
বিশ্বকাপের প্রস্তুতিতে মার্চের ২ প্রতিপক্ষ চূড়ান্ত করল ইংল্যান্ড Dec 11, 2025
বড় জয় ভারতের- দক্ষিণ আফ্রিকা ৭৪ রানেই অলআউট Dec 11, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

বিলবাওয়ের মাঠে হোঁচট পিএসজির Dec 11, 2025
নিজের ছক্কার রেকর্ড হারিয়েও রোহিত শর্মাকে নিয়ে উচ্ছ্বসিত আফ্রিদি Dec 11, 2025
বডি-শেমিংয়ের যন্ত্রণায় ভেঙে পড়েছিলেন কেট উইন্সলেট Dec 11, 2025
img

ফেসবুক পোস্ট দিয়ে ছাত্রশক্তি নেত্রীর পদত্যাগ

জুলাইয়ে থানার বাইক চোরের কাছে অনেক সময় হেরে যাই : জিনিয়া শারমিন রিয়া Dec 11, 2025
পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম Dec 11, 2025
ট্রাম্পকে শান্তি পুরস্কার: ইনফান্তিনোর চারটি নিয়ম লঙ্ঘনের অভিযোগ Dec 11, 2025