উপদেষ্টা আসিফ

আদালত ইনসাফের জায়গা, সেখানে সাংবাদিকের ওপর হামলা নিন্দাজনক

আদালতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, আদালত ন্যায় ও ইনসাফের জায়গা, সেখানে এ ধরনের হামলা নিন্দাজনক।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্ল্যাহ পিয়াসের আদালতে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানিতে কর্তব্যরত সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। আইনজীবীদের এ হামলায় একজন গণমাধ্যম কর্মী আহত হন।

আদালতে সাংবাদিকের ওপর হামলা প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আদালত ন্যায় ও ইনসাফের জায়গা। সেখানে এ ধরনের হামলা নিন্দাজনক।

তিনি বলেন, ‘সম্প্রতি আদালতের বিভিন্ন বেঞ্চে আইনজীবীদের চাপ প্রয়োগের নানা ঘটনা আমরা দেখেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এ ব্যাপারে কঠোর হতে।’

এ সময় মব ভায়োলেন্স নিয়ে এক প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক কার্যক্রমকে মব বলা যাবে না। মব আর রাজনৈতিক কর্মসূচি দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। মরদেহ পোড়ানোর মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কাদের দায় আছে এবং কাদের অবহেলার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি আমি দেখব।’

তিনি বলেন, ‘কাকরাইলের ঘটনায় প্রথম হামলাটা জাতীয় পার্টির পক্ষ থেকে হয়েছে। রাজনৈতিক দিক থেকেও এক ধরনের বোকামি কার্যক্রম। কাদের থেকে সাহস পেয়ে এ ধরনের কার্যক্রম করা হয়েছে সেটি খতিয়ে দেখা হবে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারা অনেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে। তাদের মাথা খারাপ হয়ে গেছে।’

উপদেষ্টা আসিফ বলেন, ‘সংস্কার বিচার এবং গণতন্ত্র এই তিনটি নিয়েই আমরা কাজ করছি। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে, নির্বাচন হলে তাদের স্বার্থে আঘাত লাগবে।’

এর আগে অরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশের প্র্যাকটিস হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা তাদের কাছের মানুষকে নিয়োগ দিয়ে থাকে। আমরা চেষ্টা করছি কোনো নির্দিষ্ট দলের লোক নিয়োগ না দিয়ে বরং স্বচ্ছতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দিতে। মেধাবীরা দেশের সম্পদ। কোনো স্বজনপ্রীতির অভিযোগ আমার কাছে আসেনি। কোনো মামা-চাচা বা ঘুষ ছাড়া যারা নিয়োগ পেয়েছেন তাদের সময় এসেছে দেশকে কিছু প্রতিদান দেয়ার।’

উপদেষ্টা বলেন, ‘শুধু সরকারি সহযোগিতা নয়, আত্মকর্মসংস্থানে মনোযোগী হতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে সবাই দায়িত্ব পালন করবেন। পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। যে সরকার ক্ষমতায় আসে তাদের লোক নিয়োগ দেয়া হয়। ১৬ বছরে প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে। পিডিবিএফের নিয়োগের ক্ষেত্রে আমরা কোনো দলীয়করণ করিনি। তাই যারা নিয়োগ পেয়েছে তারা কোনো দলের নয় আমাদের সম্পদ, দেশের সম্পদ।’

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

সৌন্দর্য, প্রতিভা ও চার্ম বলিউড কাঁপানো উত্তরাখণ্ডের ৫ নায়িকা Sep 06, 2025
ছোট পরিসরে গুরুত্বপূর্ণ ঘোষণা তাশরীফ খানের ! Sep 06, 2025
সালমান শাহ: স্বপ্নের নায়ক আজও ভক্তদের হৃদয়ে Sep 06, 2025
আমরা আর নেগেটিভে যেতে চাই না ভাই, শুধু পজিটিভ ভাবতে চাই Sep 06, 2025
মহানবীর (সা.) আদর্শেই বিশ্বশান্তি সম্ভব: ড. ইউনূস Sep 06, 2025
"ইশতিহার ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে জাবি ছাত্রদল" Sep 06, 2025
img
পিআরের দাবি অবাস্তব: খসরু Sep 06, 2025
img
পর্দায় প্রেমিকার অভিনয় দেখে আবেগপ্রবণ হৃতিক Sep 06, 2025
img
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করল ট্রাম্প! Sep 06, 2025
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এখনও ‘বেশ ইতিবাচক’ সম্পর্ক রয়েছে: মোদি Sep 06, 2025
img
ড. মুহাম্মদ ইউনূস দেশটাকে মবের রাজত্ব বানিয়েছেন : প্রিন্স Sep 06, 2025
img
লন্ডনে বিবিসির সাবেক সদরদপ্তরে আগুন, কাজ করছে ১০০ দমকলকর্মী Sep 06, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ Sep 06, 2025
যে ৬ নারী প্রার্থী সামনে নিয়ে শিবির লড়বে জাহাঙ্গীরে! Sep 06, 2025
img
রেকর্ড নয় বরং ফ্রান্সের হয়ে ম্যাচ ও শিরোপা জিততে চান এমবাপ্পে Sep 06, 2025
আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক’ Sep 06, 2025
নির্বাচনের খেলা নয়, আ. লীগের ফেরার মিশন! Sep 06, 2025
আজকে যারা পুটিমাছের মতো লাফাচ্ছে তাদের বিচার অব্যশই হবে Sep 06, 2025
img
ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে হলে কোনো কর্মকর্তা বোনাস পাবেন না : গভর্নর Sep 06, 2025
img
কষ্ট করে আপনারা মিছিল করবেন না, হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে : মোস্তফা জামান Sep 06, 2025