বহুল প্রতীক্ষিত ছবি ‘ওয়ার ২’-এর যাত্রা শেষ হলো হতাশার মধ্য দিয়ে। হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আডবানিকে নিয়ে তৈরি অয়ন মুখার্জির এই চলচ্চিত্র শুরু থেকেই দর্শক ও ব্যবসায়িক মহলে তুমুল আগ্রহ তৈরি করেছিল। কিন্তু প্রত্যাশার সেই ঢেউ টিকল মাত্র ২০ দিন। বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে মোট ৩৬১ কোটি রুপি, যা বড় বাজেট ও তারকাখচিত কাস্টিংয়ের তুলনায় অনেকটাই কম।
এর মধ্যে ভারতীয় বাজার থেকে ছবির আয় দাঁড়িয়েছে ২৭৭ কোটি রুপি। শুধু হিন্দি সংস্করণই দিয়েছে ২১৪ কোটি রুপি গ্রস আয়, যার নেট আয় ১৭১ কোটি রুপি। জুনিয়র এনটিআরের জনপ্রিয়তা ভর করে তেলেগু সংস্করণে প্রত্যাশা থাকলেও তা থেমে গেছে মাত্র ৬৩ কোটি রুপিতে। বিদেশি বাজার থেকেও ছবিটি সংগ্রহ করতে পেরেছে কেবল ৮৪ কোটি রুপি।
ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে এটি প্রথম ফ্লপ ছবি। এমনকি সালমান খানের ‘এক था টাইগার’ (২০১২)-এর আয়কেও ছাড়িয়ে যেতে পারেনি। বিশাল বাজেট, চমকপ্রদ অ্যাকশন ও তারকার মেলবন্ধন সত্ত্বেও দর্শক ছবিটিকে প্রত্যাখ্যান করেছেন মূলত দুর্বল গল্প ও নেতিবাচক মুখে মুখে প্রচারের কারণে।
সংগ্রহের ক্ষেত্রে আরও বড় ধাক্কা দিয়েছে রজনীকান্ত অভিনীত লোকেশ কানাগারাজের ছবি ‘কুলি’। ইতোমধ্যেই যা ছুঁইছুঁই করছে ৫০০ কোটির বিশ্বব্যাপী আয়। তুলনায় ‘ওয়ার ২’ অনেক পিছিয়ে পড়েছে।
যে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে দর্শকরা বিস্ফোরক বিনোদনের আশা করেছিলেন, তা শেষ পর্যন্ত প্রমাণ করল- কেবল তারকা বা ভিজ্যুয়াল আয়োজন নয়, সিনেমাকে সফল করতে হলে শক্তিশালী গল্পই সবচেয়ে বড় অস্ত্র।
এমকে/টিএ