জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধ এবং আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধের দাবি জানিয়েছে মঞ্চ ২৪-এর সংগঠকরা।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, আওয়ামী লীগ আমলে ফ্যাসিবাদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছে ১৪ দলীয় জোট।
তিনি অভিযোগ করেন, বিরোধী দলের ছদ্মবেশে তারা সরকারকে গণতন্ত্রবিরোধী অস্ত্র হিসেবে সহায়তা করেছে।
ফারুকী বলেন, বিচারিক হত্যাকাণ্ডসহ রাজনৈতিক দমন-পীড়নের সময় ১৪ দলীয় জোট নীরব থেকেছে। তাই তারা দাবি করেছেন, যদি আওয়ামী লীগ বা ১৪ দল রাস্তায় আন্দোলন চালানোর চেষ্টা করে, তবে তাদের সঙ্গে সঙ্গে গ্রেফতার করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি আনা হোক।
দেশের গণতন্ত্র ও সুশাসনের স্বার্থে এই পদক্ষেপ নেয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।
এবি/টিকে