ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী বিতর্কে ভিপি (সহ-সভাপতি) প্রার্থীরা নিজেদের অবস্থান তুলে ধরেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত এ বিতর্কে অংশ নিয়ে তারা শিক্ষার্থীদের স্বার্থ, নেতৃত্বের যোগ্যতা ও ছাত্ররাজনীতির করণীয় নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, 'অপরাজনীতি করলে ছাত্রলীগের মতো লালকার্ড খেতে হবে।' তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় তারা সবসময়ই শিক্ষার্থীদের স্বার্থে লড়াই করে আসছেন এবং সেই লড়াই অব্যাহত থাকবে।
ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, 'দলীয় রাজনীতি নয়, বরং কে কতটা নিজের দায়িত্ব পালন করছে, সেটাই নেতৃত্বের শ্রেষ্ঠত্ব নির্ধারণ করবে।' তিনি আরও বলেন, অপরাজনীতি বন্ধ করা গেলে বাজেটেও কোনো ঘাটতি থাকবে না।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ডাকসুকে নিয়মিত করণ এবং সিনেটে শিক্ষার্থী প্রতিনিধিত্ব বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, 'ছাত্ররাজনীতির কাঠামো পরিবর্তন করে উপযুক্ত নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি।'
এদিকে বাগছাসের ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করতে হবে।' তিনি জানান, নির্বাচনে জয়ী না হলেও কার্যক্রম চালিয়ে যাবেন এবং যিনি নির্বাচিত হবেন তাকে সহযোগিতা করবেন।
ইএ/টিকে