দেশের পরিবর্তন চাইলে রাজনীতিবিদদের আল্লাহর প্রিয় রাসুল মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শকে ধারণ করতে হবে। তা না হলে দেশ পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আক্তার হোসেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে রাসুলুল্লাহ (সা:) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আখতার বলেন, দেশের পরিবর্তন চাইলে রাজনীতিবিদদের আল্লাহর প্রিয় রাসুল মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শকে ধারণ করতে হবে। তা না হলে দেশ পরিবর্তন হবে না। দেশের মানুষ মক্কা বিজয়কে নিজের মধ্যে ধারণ করেছিলো বলেই ২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে বাংলাদেশ বিজয় হয়েছে বলেও মনে করেন তিনি।
এসময় রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনার সমালোচনা করে আক্তার হোসেন আরও বলেন, এটা ইসলামের দৃষ্টিতে অপরাধ।
তাই সবাইকে আরও বেশি সংযমী হয়ে মানবতার পথে হাঁটার আহ্বান জানান তিনি।
এবি/টিকে