বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে মতবিনিময় সভা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার গড়াসিন এলাকায় সভাটি হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নকশা নয়। এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
করটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কিসমত মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রক্সি মেহেদী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, মামুন সরকার, করটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম বদরুদ্দোজা বদর, শহর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুল ইসলাম রুবেল প্রমুখ।