টাঙ্গাইলে একইস্থানে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাজের সমাবেশ, ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের বাসাইলে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাবেশের ব্যানারে একইস্থানে সমাবেশের আহ্বান করেছে। আগামীকাল রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একই সময়ে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহীদ মিনার চত্বরে কাউকেই সমাবেশ ও প্রবেশের সুযোগ দেবে না পুলিশ প্রশাসন।

লিখিত আবেদন সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল লিখিতভাবে মুক্তিযোদ্ধা সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে প্রয়োজনীয় যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে অনুলিপি দেন। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মহান মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম)।

এদিকে, ছাত্র সমাজের ব্যানারে একইস্থানে সমাবেশের অনুমতি চেয়ে ৫ সেপ্টেম্বর লিখিত আবেদন করেছেন ছাত্র নেতাদের পক্ষে রনি মিয়া নামের এক ব্যক্তি।

সমাবেশটি ফ্যাসিস্ট আওয়ামী সরকারবিরোধী ছাত্র নেতাদের প্রতিনিধি আয়োজন করেছে। সমাবেশে অতিথি হিসেবে কে থাকবেন বিষয়টি বলা হয়নি।

পৃথক দুটি সমাবেশের আয়োজকরা পৌর শহরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করেছে। একইস্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ছাত্র সমাজের নেতাদের পক্ষে আবেদনকারী রনি মিয়া বলেন, সারা দেশে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করার চেষ্টা চলছে। যাতে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে না পারে, এজন্য আমরা ছাত্র সমাজ সমাবেশের ডাক দিয়েছি। এটা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি। আমাদের সমাবেশ খুবই শান্তিপূর্ণভাবে হবে। আশা করি, নির্ধারিত স্থানে সমাবেশ করার জন্য পুলিশ প্রশাসন আমাদের অনুমতি দেবে।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের ছাত্র সমাজের নেতারা উপস্থিত থাকবেন। আমরা জানতাম না সেখানে তারা (মুক্তিযোদ্ধারা) সমাবেশের ডাক দিয়েছেন।

যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল বলেন, অনুমতি চেয়ে আমরা আগে আবেদন করেছি। আমাদের মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বানচালের জন্য তারা একইস্থানে সমাবেশ ডেকেছে। তারা আমাদের অনুষ্ঠানের আগে বা পরদিন সমাবেশ করতে পারতেন। তাদের সঙ্গে তো আমাদের কোনো প্রতিহিংসা নেই। ইতোমধ্যে আমরা অতিথিদের দাওয়াত দিয়েছি।

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, একইস্থানে কাদেরিয়া বাহিনী মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাজ সমাবেশের আহ্বান করেছে। এদিন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা কাউকে শহীদ মিনারে অনুষ্ঠান করতে দেব না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ব্যক্তিকে শহীদ মিনারে প্রবেশ করতেও দেওয়া হবে না। আমরা তৎপর রয়েছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমি ইউএনও স্যারকে ১৪৪ ধারা জারির অনুরোধ করেছি।

ইউএনও মোছা. আকলিমা বেগম জানান, একই তারিখ ও একই সময়ে দুই পক্ষ সমাবেশ করলে রক্তপাতসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য সার্বিক আইনশৃঙ্খলা ও জনসাধারণের জানমাল রক্ষার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশ রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

ইউটি/টিএ



Share this news on:

সর্বশেষ

img
শীতের শহরে সিনেমার সমাবর্তন, জনপ্রিয় ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা কারা? Jan 12, 2026
img
রৌমারী সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ Jan 12, 2026
img
শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু- দাবি ভারতীয় মিডিয়ার Jan 12, 2026
img
অব্যাহতি মেলেনি সালমান-আনিসুলের, ট্রাইব্যুনালের বিচার শুরুর আদেশ Jan 12, 2026
img
ধারাবাহিকভাবে ব্যর্থ, বিশ্বকাপ দলে জায়গা হবে তো সহ-অধিনায়কের? Jan 12, 2026
img
ইরান আলোচনা করতে চায় : ট্রাম্প Jan 12, 2026
img
মেহজাবীনকে মুচলেকা নিয়ে মামলা থেকে অব্যাহতি Jan 12, 2026
img
সুষ্ঠু ভোট হলে ৪০ থেকে ৭০টি আসন পাব: শামীম হায়দার পাটোয়ারী Jan 12, 2026
img
৩ রো‌হিঙ্গার সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ Jan 12, 2026
img
৩ জুলিয়েটের আবেগের যুদ্ধে শাহিদ কাপুরের ‘রোমিও’ Jan 12, 2026
img
গোল্ডেন গ্লোবের মঞ্চে ইতিহাস গড়ল ১৬ বছর বয়সী ওয়েন কুপার Jan 12, 2026
img

অনুসন্ধানে দুদক

বিটিএমসির ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রি Jan 12, 2026
img
উন্নয়ন বাজেট থেকে ছেঁটে ফেলা হচ্ছে ৩০ হাজার কোটি টাকা Jan 12, 2026
img
গাড়ি থামিয়ে হামিমের সঙ্গে কথা বললেন তারেক রহমান Jan 12, 2026
img
কালীগঞ্জে ২৭ জন ইউপি সদস্যের বিএনপিতে যোগদান Jan 12, 2026
img
দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল Jan 12, 2026
img
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জিতে যাবার সম্ভাবনা প্রবল: জাহেদ উর রহমান Jan 12, 2026
img
নির্বাচনের ব্যস্ততার মধ্যেই জাল টাকার বিস্তার নিয়ে বাড়ছে উদ্বেগ Jan 12, 2026
img
পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত নিয়ে হতাশ প্রার্থী ও ভোটাররা Jan 12, 2026
img
গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের কঠোর প্রতিক্রিয়া Jan 12, 2026