জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সম্প্রীতির ঐক্য প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তিনি ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থী অমর্ত্য রায় জন আ ফ ম কামালউদ্দিন হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা মোতাবেক ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা হতে তার নাম প্রত্যাহার করা হলো।
জাকসুর গঠনতন্ত্রের ৪ ধারায় বলা আছে, বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত ও বৈধ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের সদস্য বলে গণ্য হবেন। কেবল তারাই ভোটার বলে বিবেচিত হবেন এবং শিক্ষার্থী সংসদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এ শর্ত থাকে যে, যে সকল শিক্ষার্থী স্নাতক (সম্মান) শ্রেণিতে ৬ (৪+২) বছর এবং/অথবা স্নাতকোত্তর শ্রেণিতে ২ (১+১) বছর ধরে অধ্যয় করছেন, কেবল সে সকল শিক্ষার্থীর নাম জাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের প্রায় ১০ দিন পর কেন প্রার্থিতা বাতিল হলো? এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম বলেন, এটি সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে। সিন্ডিকেটের সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান দেশের একটি গণমাধ্যমকেকে বলেন, তিনি (অমর্ত্য রায় জন) ২০২১ সালে স্নাতক চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় অকৃতকার্য হন। পরবর্তীতে দুবার বিশেষ পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েও অকৃতকার্য হন। তাই তিনি এখন আর নিয়মিত শিক্ষার্থী নন। এ বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের একটি সিদ্ধান্ত সিন্ডিকেটে এসেছিল। সিন্ডিকেটে সিদ্ধান্তের পরে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়।
এ বিষয়ে জানতে অমর্ত্য রায়ের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।
এর আগে গত ২৯ আগস্ট জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তালিকায় দেখা যায়- সহ-সভাপতি (ভিপি) পদে চূড়ান্ত প্রার্থী ১০ জন। সেখানে অমর্ত্য রায় জনের নামও ছিল।