মশা পৃথিবীর প্রায় সব দেশে মানুষকে কামড়ে বিরক্ত করে। কিন্তু এমন একটি দেশ আছে যেখানে একটিও মশা নেই—আইসল্যান্ড।
প্রতিবেশী নরওয়ে, স্কটল্যান্ড ও গ্রিনল্যান্ডে মশার দাপট থাকলেও আইসল্যান্ড সম্পূর্ণ মশামুক্ত। বিজ্ঞানীরা এই রহস্যকে ব্যাখ্যা করতে গিয়ে কয়েকটি কারণ উল্লেখ করেছেন।
1️⃣ দূরবর্তী অবস্থান ও সমুদ্রের বাধা
আইসল্যান্ড সমুদ্র দ্বারা চারপাশে বিচ্ছিন্ন। ফলে মশা স্বাভাবিকভাবে এখানে পৌঁছানোতে ব্যর্থ হয়।
2️⃣ কঠোর আবহাওয়া
আইসল্যান্ডে দীর্ঘ শীত ও বারবার জমাট বাঁধা ও গলনের আবহাওয়া থাকে। এই পরিস্থিতিতে মশার ডিম ও লার্ভা টিকে থাকতে পারে না।
3️⃣ প্রজননের বাধা
যদিও দেশটিতে যথেষ্ট জলাশয় ও জলাভূমি আছে যেখানে মশা ডিম পাড়তে পারত, তবুও আবহাওয়ার কারণে বংশবিস্তার ব্যাহত হয়।
বিশেষজ্ঞদের মতে, মশা বিমানে বা অন্যান্যভাবে দেশটিতে পৌঁছাতে পারে। তবে সেখানে টিকে থাকা সম্ভব নয়।
আইসল্যান্ড বিশ্বের বিরল মশামুক্ত দেশ হিসেবে পরিচিত। যারা মশার কামড় ও অস্বস্তি থেকে মুক্ত থাকতে চান, তাদের জন্য এটি এক ধরনের স্বর্গ!
ইউটি/টিএ