অভিনেত্রী অনন্যা পান্ডে আবারও প্রমাণ করলেন কেন তিনি বলিউডে ফ্যাশনের নতুন শক্তি হয়ে উঠছেন। মুক্তো দিয়ে তৈরি এক ব্যতিক্রমী পোশাক পরে সাম্প্রতিক এক আয়োজনে হাজির হয়ে তিনি সবার নজর কাড়েন। ছোট আকারের এই পোশাকের গায়ে ছিল শিল্পসম্মত নকশা, বডিসে দৃঢ় গঠন আর নিচের অংশে ঝুলন্ত মুক্তোর মালা যেন ঝাড়বাতির মতো শোভা ছড়াচ্ছিল। ফলে অনন্যা হয়ে উঠেছিলেন একেবারেই এক ভিন্ন শিল্পকর্মের জীবন্ত প্রতিরূপ।
বলিউডে তাঁর ক্যারিয়ার এখনও অপেক্ষা করছে সেই বড় সফল ছবির জন্য, তবে নানা ধরনের চরিত্রে কাজ করে তিনি ধীরে ধীরে নিজের অভিনয়ের দিকটিকে প্রসারিত করছেন। কিন্তু ফ্যাশনের মঞ্চে তিনি ইতিমধ্যেই দাপটের সঙ্গে অবস্থান করছেন।
একের পর এক ব্যতিক্রমী পোশাক বেছে নিয়ে তিনি দেখাচ্ছেন সাহসী, সতেজ আর ভোলার মতো নয় এমন স্টাইলের পরিচয়।
সম্প্রতি এই মুক্তোর পোশাকটি ছিল কেবল সাজসজ্জা নয়, বরং প্রমাণ করেছে অনন্যা পান্ডে কেবল প্রচলিত সৌন্দর্যের পথ ধরে হাঁটছেন না। বরং তিনি নিজের সাহসী ও অনন্য ফ্যাশন পরিচয় গড়ে তুলছেন।
ইউটি/টিএ