যেসব নারীরা বোরকা পরিধান করে তারা স্বাধীন নয় এবং তাদের জীবন কলাবাদুড়ের জীবন বলে মন্তব্য করা লেখক মহিউদ্দিন মোহাম্মদ এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আবিদুল ইসলাম খানের জন্য ভোট চেয়েছেন।
গতকাল রাতে মহিউদ্দিন মোহাম্মদ তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে আবিদুল ইসলাম খানের জন্য ভোট চান। সেখানে তিনি লিখেন, 'ডাকসুতে ভিপি পদে চোখ বুজে আবিদকে ভোট দাও। আমার একাধিক পাঠক ও অনুরাগী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের সবার জন্য শুভকামনা। কিন্তু ইন্টার্নাল সকল জরিপ বলছে, আবিদ ছাড়া অন্য কারও জয়ের সম্ভাবনা নেই। সুতরাং ভোট নষ্ট করো না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও বলবো, আবিদকে ভোট দাও। নিজে জেতার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে জেতানো বেশি জরুরি। আবিদ জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয় জিতবে।'
এর আগে গত ২১ আগষ্ট মহিউদ্দিন মোহাম্মদ তার ফেসবুক প্রোফাইলে দেওয়া আরেক পোস্টে ডাকসু নির্বাচনে 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' প্যানেলের এক নারী প্রার্থীর ছবি দিয়ে নিজের লেখা বই 'মূর্তিভাঙ্গা প্রকল্প' এর একটি উদ্ধৃতি দেন। সেখানে তিনি লিখেন, 'পোশাকের স্বাধীনতা'- কথাটি বোরকার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ বোরকা যিনি পরেন, তিনি স্বাধীন নন। তার চিন্তা পরাধীন, আচরণ পরাধীন, কল্পনা পরাধীন। চলাফেরা নিয়ন্ত্রিত। স্বাধীনভাবে পোশাক পছন্দ করার ক্ষমতা তার নেই। যেহেতু ধর্ম ও সমাজের ভয় তিনি কাটিয়ে উঠতে পারেন না, এবং ভীতির উর্ধ্বে ওঠার চেষ্টাও করেন না, তাই তার পছন্দের সীমা নির্ধারিত হয় ভয় দ্বারা।'

তার আগেরদিন ২০ আগস্ট তার ফেসবুক প্রোফাইলে করা আরেকটি পোস্টেও তিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নারী প্রার্থীদের ছবি দিয়ে তার বই 'টয়োটা করোলা' এর উদ্ধৃতি দেন। সেখানে তিনি লিখেন, "বলা হইতেছে, মেয়েলোেক আধুনিকতার নামে সৌন্দর্য দেখাইয়া বেড়াইতেছে। আমি বলি, যাহা দেখাইয়া বেড়ানো যায়, তাহাই সৌন্দর্য। অন্ধকারে যাহা লুকাইয়া রাখা হয়, তাহা সৌন্দর্য নহে। যে-খেচর দিবাকালে ওড়াউড়ি করে, ডানাচর্চায় মাতে, কণ্ঠ শোনায়, তাহাকেই আমরা পক্ষী বলি, কলাবাদুড়কে নহে। আহাম্মকবৃন্দ আল্লাহর ওপর মিথ্যা আরোপ করিয়া, আল্লাহ যে-কথা বলেন নাই সে-কথা আল্লাহর নামে চালাইয়া, অর্থাৎ যদি স্পষ্ট করিয়া বলি, নিজেরাই আল্লাহ সাজিয়া, নারীদিগের ওপর কলাবাদুড়ের জীবন চাপাইয়া দিতেছে।"
মহিউদ্দিন মোহাম্মদের রোরকা পরিধান করা ও পর্দানশীন নারীদের নিয়ে এমন মন্তব্য করা এবং বর্তমানে আবিদুল ইসলাম খানের জন্য তিনি ভোট চাইছেন এবিষয়কে নেতিবাচকভাবে নিচ্ছেন নেটিজেনরা। অনেকে বলছেন এতে আবিদুল ইসলাম খানের ভোট বাড়ার চেয়ে বরং কমবে৷
টিকে/