ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও তার প্যানেলের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নির্বাচনী আচরণবিধির বিধিনিষেধ অমান্য করে তার প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম ‘বিজ্ঞান আড্ডা’ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করেছে এবং প্রচারণার সময়সীমা শেষ হওয়ার পরও হলে প্রচারণা চালানো হয়েছে।
গত ৩০ আগস্ট ফলিত রচনা কেমিকৌশল বিভাগে ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটির (এমআরএস) একটি অনুষ্ঠানে অর্থায়ন করে বিজ্ঞান আড্ডা। এরপর ১ সেপ্টেম্বর প্রাণিবিদ্যা বিভাগে ‘আর’ প্রোগ্রামিং কোর্সও আয়োজন করে এ প্ল্যাটফর্ম। বিজ্ঞান আড্ডার প্রতিষ্ঠাতা ও সংগঠক উমামা ফাতেমা বর্তমানে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া প্ল্যাটফর্মটির সহ-প্রতিষ্ঠাতা মমিনুল ইসলাম বিধান ও সিয়াম ফেরদৌস ইমনও তার প্যানেলে যথাক্রমে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।
তবে নির্বাচন কমিশনের আগের নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছিল, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রার্থী বা পক্ষ বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ধরনের সেবামূলক কাজ, অর্থ বিতরণ, আপ্যায়ন বা অনুরূপ কার্যক্রম চালাতে পারবে না। এসব কর্মকাণ্ডকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।
অভিযোগের বিষয়ে উমামা ফাতেমা বলেন, ৩১ আগস্টের এমআরএস প্রোগ্রামটি তাদের উদ্যোগেই আয়োজিত হয়েছিল, বিজ্ঞান আড্ডা কেবল আর্থিক সহায়তা দিয়েছে। এটি ছিল পূর্বনির্ধারিত এবং ডাকসুর তফসিল ঘোষণার আগেই পরিকল্পনা করা হয়েছিল। তবে ১ সেপ্টেম্বরের ‘আর প্রোগ্রামিং’ কোর্স সম্পর্কে তিনি দাবি করেন, তিনি বিষয়টি জানতেন না, সেটি আয়োজন করেছেন গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী সিয়াম ফেরদৌস ইমন।
এদিকে, প্রচারণার সময়সীমা ভঙ্গের অভিযোগও উঠেছে উমামা ফাতেমার বিরুদ্ধে। ডাকসুর আচরণবিধি অনুযায়ী রাত ১১টার পর কোনো ধরনের প্রচারণা চালানো নিষিদ্ধ থাকলেও শনিবার রাত ১২টার পর নিজের হলে প্রচারণা চালান তিনি বলে অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিকদের হাতে থাকা ফুটেজ ও ছবিতে দেখা যায়, তিনি নারী শিক্ষার্থীদের কক্ষে কক্ষে গিয়ে ভোট চান। এর আগে রাত ১টার পর রোকেয়া হলে অবস্থান ও প্রচারণার অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে তিনি সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছিলেন।
এ প্রসঙ্গে উমামা ফাতেমা বলেন, তিনি হলে প্রবেশের আগে শিক্ষার্থীদের অনুমতি নিয়েই প্রচারণা করেছেন। তার দাবি, “আর মাত্র একদিন বাকি থাকায় আমি কোনো অনধিকার চর্চা করিনি।”
ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “এ বিষয়ে আমাদের কাছে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
টিকে/