আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘির প্রেম নিয়ে কম চর্চা হয়নি। শেষ পর্যন্ত দেখা গেল, আফ্রিদি বিয়ে করেছেন ঠিকই, তবে পাত্রী দীঘি নন।
সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন আফ্রিদি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পরই ব্যাপক আলোচনায় উঠে আসে তার নাম। সেই সঙ্গে অনেক ধরনের অভিযোগও উঠে আসতে শুরু করে এই তারকার নামে। এবার আফ্রিদির বিষয়ে স্পষ্টভাবে কথা বললেন চিত্রনায়িকা দীঘি।
সম্প্রতি একটি গণমাধ্যমের আয়োজনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন দীঘি। কথোপকথনে উঠে আসে নানা প্রসঙ্গ।
আফ্রিদির সঙ্গে কিভাবে পরিচয় তা জানিয়ে দীঘি বলেন, ‘মাই টিভির একটা প্রোগ্রামে গিয়েছিলাম।
ওটাতে সে অ্যাংকর ছিলো। ওখান থেকেই প্রথম দেখা, পরিচয়। এবং তারপরে ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আমরা কেউ রেডি ছিলাম না ওটা এতো ভাইরাল হবে।’
তৌহিদ আফ্রিদি নিজেকে দীঘির বয়ফ্রেন্ড দাবি করতো, এমন গুঞ্জনও ভেসে উঠেছিল শোবিজে।
সেই প্রসঙ্গে দীঘি বলেন, ‘আমরা কখনো এরকম কথা বলিনি। আমি তো বলিনি। আর ও তো আরো বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে এবং একটা মোমেন্ট ছিল যে, যখন ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায়, শোবিজে অনেক বেশি কথা হয়ে যায়, অনেক বেশি নিউজ হওয়া শুরু করে, তখন এই জিনিসটা নিয়ে আমাদের ফ্যামিলি বিব্রত হয়ে যায়। কারণ যে জিনিসটা নিয়ে আমরা অবগত না, কিংবা যে জিনিসটা আমাদের আশেপাশে কেন হবে, এরকম নিউজ কেন হবে? কারণ আমরা এটার জন্য প্রস্তুত না। এটা খুব পার্সোনাল কথা লিখে ফেলছে। তখন এমন একটা সময় এসেছিল যে আমরা এক থেকে দেড় বছর কথাই বলিনি ঠিকমতো। দেখা করাও অফ করে দিয়েছি।’
ইএ/টিকে