গণেশচতুর্থীর এক অনুষ্ঠানে গিয়ে নীরব থাকায় বিতর্কে জড়ালেন টেলিভিশন অভিনেতা আলি গনি। প্রেমিকা জ্যাসমিন ভাসিনকে নিয়ে উৎসবে হাজির হয়েছিলেন তিনি। সেই সময় সকলে যখন গণেশের উদ্দেশে স্লোগান তুলছিলেন—“গণপতি বাপ্পা মোরয়া”—আলি তখন চুপ ছিলেন। মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তারপরই কটাক্ষ, সমালোচনার ঝড়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী নিয়া শর্মার সঙ্গেও দাঁড়িয়ে ছিলেন আলি-জ্যাসমিন। আশপাশে সবাই স্লোগানে মুখর হলেও আলি নীরব থাকেন। কেউ কেউ প্রশ্ন তোলেন—যদি স্লোগান দিতে এত অস্বস্তি থাকে, তবে উৎসবে যাওয়ার দরকারই বা কী ছিল?
বিতর্কের জবাবে আলি সংবাদমাধ্যমে বলেন, “আমি আসলে কিছু বুঝতেই পারিনি। নিজের ভাবনায় ডুবে ছিলাম। প্রথমবার কোনও গণেশপুজোয় গিয়েছিলাম। সাধারণত যাই না। ভয় হয়, অজান্তে কিছু ভুল না করে ফেলি।”
তিনি আরও জানান, “আমার ধর্মে পুজো করার অনুমতি নেই। আমরা কেবল নামাজ পড়ি, প্রার্থনা করি। তবে অন্য ধর্মকে শ্রদ্ধা করাই আমাদের শিক্ষা। আমি সেটাই মানি। কাউকে অসম্মান করার প্রশ্নই ওঠে না।”
তবু সোশ্যাল মিডিয়ায় সমালোচনা থামেনি। এক নেটিজেন লিখেছেন, “হিন্দুরাই কি শুধু ধর্মনিরপেক্ষ হবে? জ্যাসমিন তাঁর জন্য বোরখা পরতে পারেন, আর আলি একবারও স্লোগান দিলেন না!” অন্য আরেকজনের কটাক্ষ, “আলি মোটেই ভাল মানুষ নন, জ্যাসমিন কেন যে ওর পিছনে ঘোরেন!”
তবে অনেকে আবার আলির পক্ষেও দাঁড়িয়েছেন। তাদের মতে, ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় নীরব থাকা স্বাভাবিক, এতে অশ্রদ্ধার কিছু নেই।
এসএন