চিরচেনা রূপ ভেঙে নিজেকে অনেকটা ভিন্নভাবে উপস্থাপন করলেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। তার লম্বা কালো চুল ভক্তদের কাছে ছিল এক ধরনের ‘ট্রেডমার্ক’। এবার তাকে দেখা গেল হালকা সোনালি রঙের ছোট বব হেয়ারস্টাইলে। তিন দশকে এটাই তার সবচেয়ে ছোট হেয়ারস্টাইল।
সম্প্রতি লন্ডনে ‘অ্যাংকশাস পিপল’ সিনেমার সেটে এভাবেই ধরা দিয়েছেন জোলি। প্রায় অন্তর্জালে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, অ্যাঞ্জেলিনা জোলির পরনে লম্বা সাদা র্যাপ টপ, ফ্লোই ক্যাপ্রি প্যান্ট, সঙ্গে হালকা লাল লিপস্টিক ও সোনালি ব্রোচ। সাধারণত লম্বা কালো চুলে অভ্যস্ত ভক্তরা নতুন এই রূপ দেখে এক কথায় মুগ্ধ হয়েছেন।
অ্যাঞ্জেলিনা জোলির ক্যারিয়ারে যেমন বহুমাত্রিক চরিত্র এসেছে, তেমনি প্রতিটি লুকও দর্শকদের মনে রেখাপাত করেছে।
‘গার্ল, ইন্টারাপটেড’ থেকে শুরু করে ‘মেলিফিশেন্ট’ প্রতিবারই তিনি নতুন রূপে হাজির হয়েছেন। তবে সোনালি ছোট বব হেয়ারকাট তাঁর জন্য একেবারেই নতুন অধ্যায়, যা শুধু ছবির চরিত্রের প্রয়োজনে নয়; বরং তাঁর ক্যারিয়ারের ফ্যাশন মাইলস্টোন হিসেবেও ধরা হচ্ছে।
‘অ্যাংকশাস পিপল’ সিনেমায় জোলির লুকের ছবিটি প্রথম প্রকাশিত হয় ব্যাকগ্রিডে, এরপর দ্রুত ছড়িয়ে পড়ে ফ্যান ক্লাবগুলোতে। সামাজিক মাধ্যমে এক ভক্ত লিখেছেন, ‘এ যেন নতুন এক জোলি, অথচ আগের মতোই মোহময়ী। আরেকজন লিখেছেন, ‘তিনি যখনই লুক পরিবর্তন করেন, তখনই সেটি ফ্যাশনের নতুন ধারা হয়ে ওঠে।’
মার্কিন একাধিক গণমাধ্যম জানিয়েছে, শুটিংয়ের সময় তার সঙ্গে ছিলেন ২৪ বছর বয়সী ছেলে ম্যাডক্স জোলি-পিট, যাঁকে তিনি সাবেক স্বামী ব্র্যাড পিটের সঙ্গে ভাগ করে নিয়েছেন। মা-ছেলের এই মুহূর্তও আলাদা করে নজর কেড়েছে ভক্তদের।
‘অ্যাংকশাস পিপল’ নির্মিত হচ্ছে ফ্রেডরিক ব্যাকম্যানের নিউইয়র্ক টাইমস বেস্টসেলার উপন্যাস অবলম্বনে। সিনেমাটি নির্মাণ করছেন মার্ক ফস্টার। চিত্রনাট্য লিখেছেন ডেভিড মেজে। এতে জোলি ছাড়াও অভিনয় করছেন জেসন সিগেল এবং আইমি লু উড। ২০২৬ সালে মুক্তি পাবে ছবিটি।
এসএস/এসএন