টলিপাড়ায় বিতর্কিত নায়িকা হিসাবেই পরিচিত নুসরাত জাহান। বিভিন্ন সময়ে একাধিক কারণের জন্য নায়িকাকে ট্রোল-কটাক্ষের মুখে পড়তে হয়। যার মধ্যে চেহারা অন্যতম। মেকআপ ছাড়া নুসরাত যতবারই ছবি-ভিডিও পোস্ট করেছেন, ততবারই চূড়ান্ত ট্রোলের মুখে পড়তে হয়েছে তাকে।
সম্প্রতি নুসরাত তার ছেলে ঈশানের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে মা-ছেলের দুষ্টুমি নজরে এসেছে ভক্তদের। তবে এই ভিডিওতে নুসরাতকে মেকআপ ছাড়া দেখার পর নেটিজেনের একাংশ তীব্র ট্রোল করেছেন নায়িকাকে।
নুসরাতের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, নায়িকা সদ্য ঘুম থেকে উঠেছেন। চোখে কালো ফ্রেমের চশমা, উসকো খুশকো চুল, সাদা টি-শার্ট। আর যেহেতু তিনি ঘুম থেকে উঠেছেন স্বাভাবিকভাবেই কোনও মেকআপ তিনি করেননি।
এরই ফাঁকে মায়ের সঙ্গে দুষ্টুমিতে মত্ত ঈশান। মায়ের চুল, মুখের ওপর দিয়ে খেলনা গাড়ি চালিয়ে দিচ্ছে নুসরাত-পুত্র।
ভিডিওতে নুসরাতকে বলতে শোনা যায়, আমার ওপর দিয়ে কেন তোমার গাড়ি চালাচ্ছো? যদিও মায়ের কথার কোনও প্রভাব ঈশানের ওপর পড়তে দেখা যায় না। আবারও সে মায়ের মুখের ওপর দিয়ে গাড়ি চালায়।
ঈশানের এই কাণ্ডে নুসরাতের চুল নষ্ট হয়ে যায়। আর এই ভিডিও পোস্ট করতেই নেটিজেনদের কটাক্ষে বিদ্ধ নায়িকা। কেউ লেখেন, করণ জোহারের ফিমেল ভার্সন। আবার কেউ লেখেন, সার্জারি করে কী বিশ্রী বানিয়েছেন চেহারাটাকে। কেউ লিখেছেন, রাজকুমারি কোকো ভার্সন। কেউ লেখেন, চেহারা কি করছে রে।
আসলে সার্জারি করে নুসরাত জাহান তাঁর ঠোঁট পাতলা থেকে মোটা করেছেন। যার কারণে তাকে প্রায়ই ট্রোলের মুখে পড়তে হয়। এর আগেও নুসরাতকে তার ঠোঁট নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে।
উল্লেখ্য, রক্তবীজ ২-তে আইটেম নাচের মাধ্যমে বড় পর্দায় ফের দেখা যাবে নুসরাতকে। ইতোমধ্যেই তার অর্ডার ছাড়া বর্ডার ক্রস কর যাবে না গানটি ভাইরাল হয়েছে।
এসএন