পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের বাবা মারা যাওয়ার পর কনসার্ট করায় সম্প্রতি সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
অবশেষে নীরবতা ভেঙে সেই সমালোচনা নিয়ে মুখ খুললেন তিনি। সম্প্রতি কানাডায় একটি সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেন এই শিল্পী।
আতিফ আসলাম বলেন, ‘যখন মানুষ আমার সম্পর্কে কথা বলে তখন আমি একজন বিদ্রোহী হয়ে উঠি। সম্প্রতি, আমার বাবার মৃত্যুর পর পারফর্ম করার জন্য তারা আমার সমালোচনা করে বলছিল 'ওহ! তার সাথে এটা ঘটেছে, তার সাথে ওটা হয়েছে তবুও সে পরের দিন পারফর্ম করছে।’
তার কথায়, ‘আমি বুঝতে পারি যে তারা তাদের চ্যানেলে খারাপ কিছু ঘটার জন্য নানা কথা লিখছে। আমার কনসার্টে যাওয়া উচিত কিনা, সেটা কাউকে বলা বা ব্যাখ্যা করা আমার কাজ নয়।’
আতিফের ভাষ্যে, ‘আমি পুরো পৃথিবীর সঙ্গে সম্পর্কিত হতে পারি না। আমার শিল্পকে পছন্দ করুন, আমার গানকে ঘৃণা করুন কিন্তু আমি নিজেকে ব্যাখ্যা করব, এমনটা আশা করবেন না।’
প্রসঙ্গত, আতিফ আসলাম তার সুরেলা কণ্ঠ এবং ব্যতিক্রমী গানের জন্য পরিচিত। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে 'আদত', 'কুছ ইস তারহা', 'বা খুদা', এবং 'দিল দিয়ান গ্যালান'।
এমকে/এসএন