শেরপুর সদর উপজেলা ও শহর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভা থেকে সদর উপজেলার ১৪ ইউনিয়ন ও ১২৬ ওয়ার্ড বিএনপি এবং শেরপুর পৌরসভার ৯ ওয়ার্ড বিএনপির মোট ১৪৯টি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত জেলা শহরের স্বপ্নীল কমিউনিটি সেন্টারের হলরুমে পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ। এ সময় বক্তব্য দেন ড্যাবের কেন্দ্রীয় নেত্রী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের আলোচিত এমপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
সদর উপজেলা বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক হযরত আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাইফুল ইসলাম। অপরদিকে, শহর বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু জাফর।
দুটি সভাতেই অর্ধশতাধিক নেতা বক্তব্য দেন। তাক নেতা বক্তব্য দেন। তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামী দিনের কমিটিতে চাঁদাবাজ ও দখলদারমুক্ত নেতাকর্মীদের বাদ দিয়ে ত্যাগী ও যোগ্য নেতাদের সমন্বয়ে নতুন নেতৃত্ব গঠন করা হবে।
আলোচনা শেষে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী উপজেলার মেয়াদোত্তীর্ণ ১৪ ইউনিয়ন ও ১২৬ ওয়ার্ড বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একইভাবে শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
বক্তারা জোর দিয়ে বলেন, দলের দুর্দিনে যারা ত্যাগ ও নিষ্ঠা দিয়ে কাজ করেছেন, তাদের মূল্যায়ন করে নতুন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে।
এমআর/এসএন