জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।
রবিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।
ড. আব্দুল মান্নান তার পোস্টে বলেন, ‘জাতীয় পার্টি এখন মুসলিম লীগের চেয়েও খারাপ অবস্থায় চলে গেছে। তবে তাদের নিষিদ্ধ করতে হবে, কারণ তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়।’
প্রসঙ্গত, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি।
তার এমন ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো তার এ বক্তব্যকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা বলে আখ্যা দিয়েছে।
এমআর/এসএন