সংস্কার কাজে রাজনীতির অভাব টের পাচ্ছি : অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গিয়ে তিনি রাজনীতিবিদদের অভাব স্পষ্টভাবে অনুভব করছেন। তার মতে, অর্থনীতি ও সংস্কারের মূল চালিকাশক্তি হলো রাজনীতি, আর রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ভালো কোনো উদ্যোগ স্থায়ী হতে পারে না।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) মিলনায়তনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের লেখা ‘বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, অর্থনীতির মূল রাজনীতি।

রাজনীতি সবকিছুর নির্যাস। সংস্কার বলি আর যা-ই বলি, টেকসই হতে হলে রাজনৈতিক ইচ্ছা ও সমর্থন অপরিহার্য।

রাজনীতির প্রকৃত অর্থ ব্যাখ্যা করে তিনি বলেন, রাজনীতি মানে শুধু বক্তৃতা বা সভা-সমাবেশ নয়। দেশের প্রতি দরদ, দেশের প্রতি মমতা সেটাই আসল রাজনীতি।
দেশপ্রেমিক মানসিকতা ছাড়া কোনো সংস্কার সফল হবে না।

তিনি জানান, কিছু ঘনিষ্ঠ রাজনৈতিক বন্ধুদের কাছে সংস্কারের ধারাবাহিকতা নিয়ে জানতে চাইলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন ভালো কাজ হলে অবশ্যই চালিয়ে যাবেন। তবে দায়িত্ব পালন করতে গিয়ে সমালোচনার মুখে পড়ার অভিজ্ঞতাও তুলে ধরেন অর্থ উপদেষ্টা। তার ভাষায়, প্রতিদিন প্রচুর গালিগালাজ শুনি।

অনেকে বলে আমরা ভুল পথে গেছি। কিন্তু আমরা চার বিলিয়ন ডলার ঋণ শোধ করেছি, বিদেশি সহায়তাও আসছে। তাই একেবারেই কিছু হচ্ছে না তা নয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। তিনি প্রশ্ন তোলেন, বর্তমান সরকার আসলেই সংস্কার কার্যক্রমে অগ্রগতি আনতে পেরেছে কি না, না কি আরো অগোছালো করে ফেলেছে।

জবাবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কার কোনো দেড় বছরে শেষ করার বিষয় নয়। এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে টেকসই করতে হলে রাজনৈতিক ঐকমত্য অত্যন্ত জরুরি। আমরা শুরু থেকেই চেষ্টা করেছি সবাইকে নিয়ে কাজ করতে।

তিনি জানান, কাঠামোগত সংস্কারের পথে জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলনের মতো প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। একই সঙ্গে তিনি সমালোচনার প্রবণতা নিয়েও আক্ষেপ করেন। আমরা কাজ করতে গিয়ে দেখেছি, ছোট ছোট বিষয়ে আটকে যাই, অথচ বড় ছবিটা আড়ালে চলে যায়, বলেন তিনি।

প্রাকৃতিক সম্পদ রক্ষার অভিজ্ঞতা উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, আমাদের কাজের মধ্যে রাজনৈতিক অর্থনীতির বীভৎস চিত্র সবসময়ই চোখে পড়ে। যেমন—খাল-নদী দখলমুক্ত করার পর আবারও বড় শিল্পগ্রুপগুলো কৃষি কাজে ব্যবহার করতে আবেদন করে। এতে বোঝা যায়, সংস্কার কতটা ভঙ্গুর।

অনুষ্ঠানে বইয়ের লেখক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির জানান, তার বইটিতে বিভিন্ন সময়ে প্রকাশিত সম্পাদকীয় নিবন্ধ সংকলিত হয়েছে। এতে আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ, উন্নয়ন ও অর্থনীতির নানা দিক তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে উপদেষ্টাদের বক্তব্যে স্পষ্ট হয়েছে, সংস্কার কার্যক্রম কেবল নীতিগত পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়। রাজনৈতিক সদিচ্ছা, ঐকমত্য এবং ধারাবাহিকতা ছাড়া কোনো সংস্কারই স্থায়ীভাবে টিকবে না। আর রাজনৈতিক অর্থনীতির প্রভাবকে মোকাবিলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ফ্যাসিবাদ সরকার যুব সমাজকে ধ্বংসের মুখে ফেলে গেছে: শামা ওবায়েদ Oct 31, 2025
img
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: নির্বাচন কমিশনার Oct 31, 2025
img
আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেক নিউজ : শফিকুল আলম Oct 31, 2025
img
মোবাইল ফোন হারালে ব্লক করার প্রক্রিয়া Oct 31, 2025
img
ভেনেজুয়েলায় সামরিক লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র Oct 31, 2025
img
চরমপন্থা-সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার Oct 31, 2025
img
মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে চালু হচ্ছে নতুন পোশাক Oct 31, 2025
img
ডাচ প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে রব জেটেন Oct 31, 2025
img
কুয়েতে দুর্ঘটনার কবলে কিংসের বাস, অনুরোধ রাখেননি ম্যাচ কমিশনার Oct 31, 2025
img
তদন্তের মধ্যেই হাসপাতালে ছুটলেন শিল্পা শেঠি Oct 31, 2025
img
আমি যখন কোনো সম্পর্কে থাকি তখন আমার পুরোটা দিই: তামান্না ভাটিয়া Oct 31, 2025
img
দলগুলো ঐকমত্যে আসতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: হাসনাত Oct 31, 2025
img
জবি ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদের পদত্যাগ, পরে ডিলিট করলেন পোস্ট Oct 31, 2025
img
যারা ক্ষমতায় ছিল, তারা লুটপাট দুর্নীতি দুর্বৃত্তায়ন করেছে : এ্যানি Oct 31, 2025
img
১৮টি ওয়ার্ডের উন্নয়ন কাজ যাচাইয়ে ডিএনসিসির কমিটি গঠন Oct 31, 2025
img
জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত আফগানিস্তানের Oct 31, 2025
img
খাগড়াছড়িতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক পর্যটকের Oct 31, 2025
img
সিলেটের জালাল আহমেদ ও যীশুসহ ১০ ফায়ার সার্ভিস কর্মকর্তা-কর্মচারী পেলেন বিশেষ সম্মাননা Oct 31, 2025
img
তেল আবিবের সমুদ্র সৈকতে নেতানিয়াহুর ব্যঙ্গচিত্র Oct 31, 2025
img
প্রিন্স উপাধি হারালেন অ্যান্ড্রু, ছাড়তে হবে রাজকীয় প্রাসাদ Oct 31, 2025