বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, চাঁপাইনবাবগঞ্জ সদরের সাবেক এমপি এবং আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুনুর রশীদ বলেছেন, ‘দেশে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা ভয়াবহ রূপ নিয়েছে। জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর ছিল। তবে তাদের অফিসে হামলা করে পুড়িয়ে দেওয়া ঠিক হয়নি। তাহলে মত প্রকাশের স্বাধীনতা থাকল কোথায়?’
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর থানা ও পৌর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
রাজবাড়ীতে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হারুন বলেন, ‘এ ঘটনায় জড়িতদের বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই এ সব দমন করতে হবে, অন্যথায় চলে যেতে হবে। মব আর চলতে দেওয়া যাবে না।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আওয়ামী লীগ তৈরি করলেও তাদের নেতাকর্মীরা যুদ্ধের সময় পালিয়ে যায়।
শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি দেশে ফিরে এক দলীয় বাকশাল কায়েম করেন। গত ১৫ বছর আওয়ামী লীগ দেশে গুম, খুনের রাজত্ব করেছে। তারা আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না।
অবশ্যই তাদের অপকর্মের বিচার হবে।’
তিনি আরো বলেন, ‘জামায়াত সরাসরি মুক্তিযুদ্ধের শুধু বিরোধিতাই করেনি বরং পরাজিত শক্তিকে সে সময় সহযোগিতাও করেছে। তারা ছিল হানাদারদের দোসর। আল- বদর, রাজাকারদের হাতে অনেক মুক্তিযোদ্ধা নিহত হন।’
জেলা কৃষক দল আহ্বায়ক তসিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, থানা বিএনপি নেতা আমিনুল ইসলাম ও পৌর বিএনপি নেতা ময়েজ উদ্দীনসহ প্রমুখ।
পিএ/টিএ