এক অভিনেত্রীর দায়েরকৃত হেনস্তার অভিযোগের মামলায় মালায়ালাম চলচ্চিত্র নির্মাতা সানাল কুমার শশীধরনকে আটক করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) মুম্বাই বিমানবন্দরে কেরালা রাজ্য পুলিশের জারি করা নির্দেশনায় আটক করা হয়েছে এ নির্মাতাকে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে পুলিশ সানালকে আটকে দেয়ার পর ঘটনা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন নির্মাতা নিজেই। তিনি লিখেছেন, পুলিশের জারি করা নির্দেশনায় আটক করা হয়েছে আমাকে। আমি বিশ্বাস করি পুলিশ ও কেরালার কমিউনিস্ট পার্টি আমার সঙ্গে আইনি আচরণ করবে। আমার বিরুদ্ধে মামলা সম্পর্কে অবগত নই আমি।
এ নির্মাতা বিমানবন্দরে আটকের পর হেফাজতে যাওয়ার আগ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়েছেন। এতে নিজের বিরুদ্ধে দায়েরকৃত ২০২২ সালের পুরোনো একটি মামলার কথাও জানিয়েছেন তিনি। মামলাটি উল্লেখ করে জানতে চেয়েছেন, মামলাটির কোনো রায় না হওয়ার পরও কেন নজর রাখা হচ্ছে তার ওপর? এমনকি বিমানবন্দরে তাকে আটকের পর কোনো খাবার কিংবা পানি দেয়া হয়নি। তাকে হেফাজতে নেয়ার জন্য কোচি শহর থেকে পুলিশের একটি দল আসছে বলেও জানিয়েছেন সানাল।
এদিকে পুলিশ নির্মাতা সানালকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনা নিশ্চিত করে পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, কোচি সিটি পুলিশ মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। চলতি বছরের জানুয়ারিতে এলামাক্কারা পুলিশ সোশ্যাল মিডিয়ায় একজন বিশিষ্ট নারী অভিনেত্রীকে হয়রানির অভিযোগে সানালের বিরুদ্ধে মামলা দায়ের করে।
পুলিশ সানালের বিরুদ্ধে যখন মামলা দায়ের করে তখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। তারপর নির্মাতা ভারতে আসার পর তাকে আটকের জন্য নির্দেশনা জারি করা হয়।
প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে একই অভিনেত্রীকে অনলাইনে অনুসরণের জন্য সানালকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে পরে আলুভা জুডিশিয়াল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট জামিন দিয়েছিলেন তাকে।
পিএ/টিএ