ওপার বাংলার এখনকার সময়ের জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। কিন্তু ব্যক্তিজীবন নিয়ে সময়টা ভালো যাচ্ছে না তার। বেশ কিছুদিন ধরে নানাভাবে হেনস্তার শিকার তিনি- এমনই দাবি তার। যে কারণে এক শঙ্কার মাঝেই কাটছে এই অভিনেত্রীর সময়।
নিজের শহরে, নিজের আবাসনে এমনই এক ঘটনা ঘটেছে অভিনেত্রীর সঙ্গে, যা তিনি কল্পনাও করেননি! বিষয়টি খোলাসা করে বললে, গত রোববার সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে অভিনেত্রী জানান, ভীষণ আতঙ্কে আছেন তিনি, নিজের শহরেই এমন পরিস্থিতি হবে- ভাবতেই পারছেন না।
সামাজিক মাধ্যমে তার বক্তব্য, ‘এই মুহূর্তে প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছি। কিছুদিন ধরেই আমার নাম নিয়ে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। কখনও আমার সম্পর্ক নিয়ে। কখনও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি। কিন্তু কেন এ রকম ঘটছে, সেটাই বুঝতে পারছি না।’
নিজের সুরক্ষার কারণেই কলকাতা পুলিশের সহযোগিতায় দেহরক্ষী পেয়েছেন এই অভিনেত্রী। সে প্রসঙ্গে তার দাবি, ‘আমি দেহরক্ষী নিয়ে ঘোরার মতো মেয়ে নই।’
ইএ/টিকে