বলিউডে জাহ্নবী কাপুরের যাত্রা শুরু থেকেই আলোচনায়। কিংবদন্তি নায়িকা শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের কন্যা হওয়ায় তার প্রথম সিনেমা ‘ধড়ক’-এর সময়ই প্রত্যাশার চাপ ছিল আকাশছোঁয়া। ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবিটি ব্যবসাসফল হয় এবং জাহ্নবীকে এনে দেয় বলিউডে প্রতিশ্রুতিশীল নায়িকা হিসেবে পরিচিতি।
ক্যারিয়ারের শুরুর দিকেই তিনি বেছে নিয়েছেন ভিন্ন ভিন্ন চরিত্র। ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ কিংবা জোয়া আখতারের ‘ঘোস্ট স্টোরিজ’-এ তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে ‘রুহি’, ‘গুডলাক জেরি’ ও ‘মিলি’ সিনেমায় তিনি এককভাবে কাহিনি টানার ক্ষমতা দেখিয়েছেন।
বলিউডের গণ্ডি পেরিয়ে জাহ্নবী এবার পা রেখেছেন দক্ষিণী সিনেমায়। জুনিয়র এনটিআরের বিপরীতে ‘দেবরা: পার্ট ১’-এ তার অভিষেক ইতিমধ্যেই আলোচনায় এসেছে। তবে সব সিনেমাই সফল হয়নি। ২০২৪ সালের ‘উলঝ’ দর্শকদের তেমন টানতে পারেনি।
তবু হাল ছাড়েননি তিনি। ‘পরম সুন্দরী’ গান তাকে আবার আলোচনায় ফিরিয়েছে। আর আসন্ন সিনেমা ‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’ ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে প্রত্যাশা।
মায়ের অমর উত্তরাধিকার সবসময় তার কাঁধে থাকলেও জাহ্নবী ধীরে ধীরে নিজের পরিচয় গড়ে তুলছেন। তিনি হবেন কি না শ্রীদেবীর প্রকৃত উত্তরসূরি, নাকি নিজের অভিনয়জীবন দিয়ে আলাদা পরিচয় তৈরি করবেন সে উত্তর দেবে সময়ই।
এমকে/এসএন