গত ১ মাসে নতুন করে ৭৫০ জন রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে : সেনাসদর

নতুন করে গত এক মাসে ৭৫০ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন এফডিএমএন ক্যাম্পে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে সেনাসদর।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, বিগত এক মাসে প্রায় ৭৫০ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন এফডিএমএন ক্যাম্পে আশ্রয় নিয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে ৯ লাখ ১২ হাজার পিস ইয়াবা, ১ কেজি ক্রিস্টাল আইস এবং ১৭ লাখ টাকা মূল্যের সিগারেট, পোশাক, খাবার ও কসমেটিক্সসহ অন্যান্য সামগ্রী জব্দ করে। যৌথবাহিনী গত এক মাসে এফডিএমএন ক্যাম্প ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৯টি আগ্নেয়াস্ত্র, ৫২৯ রাউন্ড গোলাবারুদ ও বিভিন্ন সামরিক সরঞ্জামাদি উদ্ধার করে।

চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়ে সেনাবাহিনীর এ কর্মকর্তা বলেন, অভিযানে গত এক মাসে সেনাবাহিনী ৬৫টি অবৈধ অস্ত্র ও ২৯৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এ ছাড়া গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত ১২ হাজার ১১৯টি হারানো অস্ত্রের মধ্যে ৯ হাজার ৭৯৪টি অস্ত্র ও ৩ লাখ ৯০ হাজার রাউন্ড হারানো গোলাবারুদের মধ্যে ২ লাখ ৮৭ হাজার ৩৫৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত এ পর্যন্ত সর্বমোট ১৭ হাজার ৯২৬ জন এবং গত এক মাসে ১ হাজার ২৯৪ জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাত, চাঁদাবাজসহ অন্য অপরাধী উল্লেখযোগ্য।

গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টি কর্মীদের মধ্যে বিজয়নগরে সংঘর্ষ নিয়ে মো. শফিকুল ইসলাম বলেন, গত আগস্টে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের প্রাথমিক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সেনাবাহিনীর সাহায্যের জন্য অনুরোধ করে। সেনাবাহিনী ওই স্থানে পৌঁছানোর পর উত্তেজিত নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ড পরিহার করতে বারবার অনুরোধ জানায় এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে বিশৃঙ্খলাকারীরা মশাল, লাঠি ও ইট-পাটকেল নিয়ে অবস্থান গ্রহণ করে পুনরায় সহিংসতা শুরু করে।

তিনি বলেন, তারা একাধিক স্থানে অগ্নিসংযোগ করে এবং সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে সেনাবাহিনীর ৫ জন সদস্য এবং পুলিশের ৬ জন সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় সেনাবাহিনীর একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। পরে রাত আনুমানিক সাড়ে ৯টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মাদকবিরোধী অভিযান নিয়ে সেনাবাহিনীর এ কর্মকর্তা বলেন, মাদকের বিরুদ্ধে অভিযানে গত এক মাসে সেনাবাহিনী খিলগাঁও, কাফরুল, কলাবাগান, নাখালপাড়া, যশোর, মুন্সিগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে সফল অভিযান পরিচালনা করে ৩৭৮ জন মাদক কারবারি এবং গত আগস্ট থেকে এ পর্যন্ত মাদকের সঙ্গে সংশ্লিষ্ট সর্বমোট ৫ হাজার ৯৫৪ জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনী গত ৩, ৬ ও ২৭ আগস্ট সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ কোটি ১৯ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করে।

মো. শফিকুল ইসলাম বলেন, বিগত এক মাসে পার্বত্য চট্টগ্রামে মোট ৮টি গোয়েন্দা তথ্য নির্ভর অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে মোট ১৮টি আগ্নেয়াস্ত্র, ৬১ রাউন্ড অ্যামোনিশন এবং মাদকসহ অন্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানগুলোতে মোট ৩৭ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১৭ জন জেএসএস (মূল) সদস্য, ২ জন ইউপিডিএফ (মূল) সদস্য, ১ জন এমএলপি সদস্য, ৪ জন মাদক ব্যবসায়ী, ২ জন মানব পাচারকারী এবং ১১ জন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল বলেন, গত ১৫ আগস্ট খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন শান্তিনগর এলাকায় এমএলপির বিরুদ্ধে একটি অভিযানে মোট ৮টি আগ্নেয়াস্ত্র, ৪৪ রাউন্ড অ্যামোনিশন ও অন্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়াও সেনাবাহিনী গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত দীর্ঘ এক মাসব্যাপী বান্দরবানের রুমা উপজেলার দুর্গম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কেএনএর একটি সুরক্ষিত প্রশিক্ষণ ঘাটি চিহ্নিত ও ধ্বংস করে। অভিযানে তাদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বিভিন্ন সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সকাল থেকে ভিপি প্রার্থীর সঙ্গে দেখা করতে পারিনি : জিএস প্রার্থী হামিম Sep 09, 2025
img
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুললেন ভিপি প্রার্থী কাদের Sep 09, 2025
img
ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ Sep 09, 2025
img
হাসিমুখে নারী শিক্ষার্থীদের ছবি তোলার আবদার রাখলেন আবিদ Sep 09, 2025
img

ডাকসু নির্বাচন

আনন্দঘন পরিবেশে ভোট, শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত : আবু বাকের Sep 09, 2025
img
একদিন আগেই কাঠমান্ডু ছাড়ছে জামাল ভূঁইয়ারা Sep 09, 2025
img
বুথে ডুকে বের হয়ে অভিযোগ তোলার সুযোগ নেই: ড. নাসরিন সুলতানা Sep 09, 2025
img
আমরা পূর্ণাঙ্গ প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী: ছাত্রদলের এজিএস প্রার্থী মায়েদ Sep 09, 2025
img
থুতুকাণ্ডে আরও শাস্তি পেলেন সুয়ারেজ Sep 09, 2025
img

ডাকসু নির্বাচন

সবকিছু এখন পর্যন্ত ইতিবাচক : সাদিক কায়েম Sep 09, 2025
img

এনবিআর

বন্ডেড প্রতিষ্ঠানের পণ্য খালাসে জটিলতা দূর করতে নতুন নির্দেশনা জারি Sep 09, 2025
img
নেপালে বিক্ষোভের জন্য দায়ী স্বার্থান্বেষী মহল : প্রধানমন্ত্রী অলি Sep 09, 2025
img
যখন শিকলবন্দি বাংলাদেশিদের নামানো হলো, অপমানের এক কোরিওগ্রাফি দেখলাম Sep 09, 2025
img
ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন : নাছির Sep 09, 2025
img
ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ ভিপি পদপ্রার্থী কাদেরের Sep 09, 2025
img
বাংলাদেশকে হারাতে প্রস্তুত হংকং: নিজাকাত Sep 09, 2025
img

ডাকসু নির্বাচন

এক পোলিং অফিসারকে অব্যাহতি Sep 09, 2025
img
রাজবাড়ীর গোয়ালন্দে মাজারে হামলার ঘটনায় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮ Sep 09, 2025
img
সত্যিই কী ১৩ দিনের মাথায় বিচ্ছেদ হয়েছে ইয়ামালের? Sep 09, 2025
৮ জনের ৬ জনই ছাত্রদলের এজেন্ট! বাকিদের বের করে দেয়ার অভিযোগ! Sep 09, 2025